Huawei Nova Y90 ট্রিপল রিয়ার ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

হুয়াওয়ে (Huawei) তাদের Y-সিরিজে অন্তর্ভুক্ত ব্র্যান্ড নিউ স্মার্টফোন Huawei Nova Y90- এর ওপর থেকে সম্প্রতি পর্দা সরিয়েছে। সংস্থার গ্লোবাল ওয়েবসাইট অনুসারে, এই হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চির…

হুয়াওয়ে (Huawei) তাদের Y-সিরিজে অন্তর্ভুক্ত ব্র্যান্ড নিউ স্মার্টফোন Huawei Nova Y90- এর ওপর থেকে সম্প্রতি পর্দা সরিয়েছে। সংস্থার গ্লোবাল ওয়েবসাইট অনুসারে, এই হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চির এজলেস ফুলভিউ ডিসপ্লে এবং Qualcomm Snapdragon ৬৮০ অক্টা-কোর প্রসেসর রয়েছে। আবার এই ফোনে সংস্থা ৪০ ওয়াট হুয়াওয়ে সুপারচার্জ প্রযুক্তি সাপোর্ট এবং শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত করেছে। হুয়াওয়ের তরফে জানানো হয়েছে যে, এই প্রযুক্তিটি ২২-স্তরের এন্ড-টু-এন্ড চার্জিং প্রোটেকশন সিস্টেমের সাথে এসেছে। এছাড়াও, Huawei Nova Y90 ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। আসুন এই নয়া হুয়াওয়ে ফোনের দাম, ফিচার, সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

হুয়াওয়ে নোভা ওয়াই৯০-এর মূল্য ও লভ্যতা (Huawei Nova Y90 Price and Availability)

হুয়াওয়ে নোভা ওয়াই৯০ একমাত্র ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে। হ্যান্ডসেটটি ক্রিস্টাল ব্লু, এমারল্ড গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং পার্ল হোয়াইট- এই চারটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে এখনও পর্যন্ত, সংস্থা নোভা ওয়াই৯০-এর দাম এবং উপলব্ধতা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

হুয়াওয়ে নোভা ওয়াই৯০-এর স্পেসিফিকেশন (Huawei Nova Y90 Specifications)

ডুয়েল-সিমের হুয়াওয়ে নোভা ওয়াই৯০ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৩৮৮ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। সংস্থা এটিকে এজলেস ফুলভিউ ডিসপ্লে বাজারজাত করেছে; এর দুই ধারে এবং ওপরে খুবই পাতলা বেজেল দেখতে পাওয়া যায়। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত। নোভা ওয়াই৯০-এ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটটি EMUI 12 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য, Huawei Nova Y90 ফোনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ আরেকটি ২ মেগাপিক্সেল সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এর পাশাপাশি ক্যামেরা মডিউলে একটি এলইডি ফ্ল্যাশও দেখা যাবে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Huawei Nova Y90-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে জিপিএস/এজিপিএস, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এছাড়াও, এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস, গ্র্যাভিটি সেন্সর এবং নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Nova Y90-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪০ ওয়াট হুয়াওয়ে সুপারচার্জ ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, এই চার্জিং সাপোর্টের সাহায্যে মাত্র ৩০ মিনিটেই স্মার্টফোনটির ৫০ শতাংশ চার্জ পূর্ণ করা সম্ভব। Nova Y90-এর পরিমাপ ১৬৩.৩x৭৪.৭x৮.৪ মিলিমিটার এবং ওজন ১৯৫ গ্রাম।