ব্যাটারির চিন্তা না করেই যত খুশি গেম খেলুন বা ভিডিয়ো দেখুন, Huawei এর নতুন ফোনে চমক

হুয়াওয়ে চুপিসারে বিশ্ববাজারে তাদের Nova-সিরিজের অধীনে নতুন Huawei Nova Y91 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই নয়া হ্যান্ডসেটের প্রধান হাইলাইট হল বড় আকারের ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে এবং…

হুয়াওয়ে চুপিসারে বিশ্ববাজারে তাদের Nova-সিরিজের অধীনে নতুন Huawei Nova Y91 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই নয়া হ্যান্ডসেটের প্রধান হাইলাইট হল বড় আকারের ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে এবং বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি Qualcomm Snapdragon 680 চিপসেট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অফার করে। আসুন তাহলে Huawei Nova Y91-এর স্পেসিফিকেশন, ফিচার ও দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Huawei Nova Y91-এর স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে নোভা ওয়াই৯১-এ বিশাল ৬.৯৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে যা ২,৩৭৬ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, এ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। নোভা ওয়াই৯১ সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে নোভা ওয়াই৯১-এর রিয়ার প্যানেলে উপলব্ধ বৃত্তাকার আকৃতির ক্যামেরা মডিউলটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, নোভা ওয়াই৯১-এ ৭,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

এছাড়া, Huawei Nova Y91 ইএমইউ ১৩ (EMU 13) অপারেটিং সিস্টেমে রান করে। এটি ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০১.এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি ইউএসবি-সি পোর্ট অফার করে৷ নিরাপত্তার জন্য, Nova Y91-এ একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। অবশেষে, ফোনটির পরিমাপ ১৭১.৬ x ৭৯.৯ x ৮.৯ মিলিমিটার এবং ওজন ২১৪ গ্রাম।

Huawei Nova Y91-এর মূল্য এবং লভ্যতা

এখনও Huawei Nova Y91-এর দাম বা উপলব্ধতা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে ফোনটি স্টারি ব্ল্যাক এবং মুনলাইট সিলভার কালার অপশনে বিক্রি হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন