এমন ডিজাইনের স্মার্টফোন বিশ্বে প্রথম, তাক লাগিয়ে দেবে Huawei P70 Art

সুপরিচিত প্রযুক্তি সংস্থা হুয়াওয়ে তাদের স্মার্টফোন পোর্টফোলিও আরও প্রসারিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে।...
Ananya Sarkar 5 April 2024 12:55 PM IST

সুপরিচিত প্রযুক্তি সংস্থা হুয়াওয়ে তাদের স্মার্টফোন পোর্টফোলিও আরও প্রসারিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। কোম্পানির পরবর্তী ফোন হিসেবে বহু প্রতীক্ষিত P70 সিরিজটি বাজারে আসতে চলেছে। এতে Huawei P70, Huawei P70 Pro এবং Huawei P70 Art নামে তিনটি মডেল থাকার সম্ভাবনা। ফোনগুলি সম্পর্কে ইতিমধ্যেই অনেক তথ্যই অনলাইনে ফাঁস হয়েছে। গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে নতুন ও দ্রুত Kirin চিপসেটের সাথেও দেখা গেছে৷ আর এখন উদ্দীপনা বাড়িয়ে টপ-এন্ড Huawei P70 Art সম্পর্কে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

Huawei P70 Art-এর ক্যামেরা মডিউল ও অভিনব ডিজাইন

এক টিপস্টার হুয়াওয়ে পি70 আর্ট-এর ক্যামেরা মডিউলের ছবি প্রকাশ্যে এনেছেন, যা ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন নিশ্চিত করেছে। ডিজাইনটি আগের প্রজন্মের "আইল্যান্ড"-এর থেকে আরও বেশি স্বতন্ত্র। এতে অপ্রতসম আকৃতি রয়েছে, যা ইন্ডাস্ট্রির অন্যান্য স্মার্টফোনগুলির থেকে একেবারে ভিন্ন। তবে এর ট্রিপল ক্যামেরা সেটআপ স্ট্যান্ডার্ড এবং প্রো সংস্করণে দেখা ত্রিভুজাকার বিন্যাস বজায় রাখে।

Huawei P70 Art

হুয়াওয়ে পি70 আর্ট তার বড় অ্যাপারচার এবং সনি আইএমএক্স989 1 ইঞ্চির সেন্সর সহ ব্যতিক্রমী ক্যামেরা ক্ষমতা অফার করবে। এটি হুয়াওয়ে ডিভাইসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় সেন্সর হতে চলেছে। এর পরিবর্তনশীল অ্যাপারচার প্রযুক্তি বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন আলোর পরিস্থিতিতে ছবির আদর্শ গুণমানের জন্য অ্যাডজাস্ট করবে। এছাড়াও, পি70 আর্ট স্যাটেলাইট কমিউনিকেশন সলিউশন সাপোর্ট করবে, যা ইউজারদের কোনও সেলুলার কানেক্টিভিটি ছাড়াই পৃথিবীর যে কোনও জায়গা থেকে যোগাযোগ করতে দেবে।

উল্লেখ্য, Huawei P70 সিরিজের সবকটি মডেলেই সম্ভবত 1.5K কার্ভড স্ক্রিন এবং Kirin 9000S 5G প্রসেসর থাকবে। এ মাসের শেষের দিকে লাইনআপটি বাজারে পা রাখবে বলে মনে করা হচ্ছে। আবার কিছু সূত্র দাবি করেছে যে, লঞ্চ ইভেন্ট বাতিলের কারণে স্মার্টফোনগুলির প্রকাশে বিলম্ব হবে। তাই Huawei P70 সিরিজ কবে লঞ্চ হয়, তা জানার জন্য কোম্পানির অফিশিয়াল ঘোষণা জন্য অপেক্ষা করাই শ্রেয়।

Show Full Article
Next Story