Apple-এর উপর চাপ বাড়াচ্ছে Huawei, এপ্রিলের 2 তারিখে আসছে দুর্ধর্ষ ফোন
হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ Huawei P70 সিরিজ নিয়ে বেশ ক'দিন ধরেই জল্পনা চলছে। একাধিক সূত্র থেকে লাইনআপটির সম্পর্কে...হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ Huawei P70 সিরিজ নিয়ে বেশ ক'দিন ধরেই জল্পনা চলছে। একাধিক সূত্র থেকে লাইনআপটির সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, যা ইঙ্গিত করছে, আনুষ্ঠানিক লঞ্চ হতে বেশি দেরি নেই। এবার Huawei P70 সিরিজের পোস্টার ফাঁস হয়ে সম্ভাব্য লঞ্চের তারিখ প্রকাশ করেছে। পাশাপাশি এই লাইনআপের প্রতিটি মডেলের স্পেসিফিকেশনগুলিও সামনে এসেছে।
ফাঁস হল Huawei P70 সিরিজের লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন
চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে, যা হুয়াওয়ে পি70 সিরিজের লঞ্চ পোস্টার বলে মনে হচ্ছে। এটি নির্দেশ করছে যে, এটি আগামী 2 এপ্রিল লঞ্চ করা হবে। এছাড়া, আরও সূত্র থেকে স্মার্টফোনগুলির স্পেসিফিকেশনগুলিও সামনে আসতে শুরু করেছে। শোনা যাচ্ছে যে, হুয়াওয়ে পি70 সিরিজে চারটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে - স্ট্যান্ডার্ড হুয়াওয়ে পি70, পি70 প্রো, পি70 প্রো প্লাস এবং পি70 আর্ট৷ তবে এই খবর সত্যি কিনা সংস্থা অফিশিয়ালি কিছু বলেনি৷
এদিকে, শোনা যাচ্ছে যে, হুয়াওয়ে সমস্ত পি70 সিরিজে কিরিন 9000এস চিপসেট ব্যবহার করার পরিকল্পনা করছে৷ তবে, এসএমআইসি (SMIC) দ্বারা উৎপাদিত চিপসেটটি বর্তমানে মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার সম্ভাব্য লঙ্ঘনের কারণে তদন্তের সম্মুখীন হচ্ছে।
ডিসপ্লের আকারের ক্ষেত্রে, Huawei P70 সিরিজে 6.58 ইঞ্চি থেকে 6.76 ইঞ্চি পর্যন্ত প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এগুলি সবকটিই এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে হবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে, প্রো এবং প্রো+ মডেলগুলিতে 50 মেগাপিক্সেলের Sony IMX989 1 ইঞ্চির প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকতে পারে, যেখানে স্ট্যান্ডার্ড P70-তে প্রধান সেন্সর হিসাবে 50 মেগাপিক্সেলের OV50H সেন্সর থাকতে পারে। এছাড়াও, সমস্ত মডেলে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করতে পারে।
এছাড়া, Huawei P70 সিরিজের মডেলগুলির ব্যাটারির ক্ষমতা 5,000 এমএএইচ থেকে 5,200 এমএএইচ পর্যন্ত হতে পারে, যা 88 ওয়াট পর্যন্ত ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 80 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। দামের ক্ষেত্রে, যদি তথ্যগুলি সঠিক হয়, তবে বেস Huawei P70 মডেলের দাম 700 ডলার (প্রায় 58,370 টাকা) থেকে শুরু হতে পারে এবং টপ-এন্ড P70 Art ভ্যারিয়েন্টের মূল্য 1,400 টাকা (প্রায় 1,16,750 টাকা) পর্যন্ত যেতে পারে।