আসছে Huawei-এর নতুন ফ্ল্যাগশিপ ফোন, থাকবে 50+50+50 মেগাপিক্সেল ক্যামেরা
ফ্ল্যাগশিপ হিসাবে হুয়াওয়ে (Huawei)-এর P-সিরিজের স্মার্টফোনগুলির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে চীনে। বর্তমানে...ফ্ল্যাগশিপ হিসাবে হুয়াওয়ে (Huawei)-এর P-সিরিজের স্মার্টফোনগুলির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে চীনে। বর্তমানে ব্র্যান্ডটি তাদের হোম মার্কেটে পরবর্তী প্রজন্মের Huawei P70 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যদিও দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই এক রিপোর্ট Huawei P70-এর ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস করেছে।
Huawei P70-এর ক্যামেরা স্পেসিফিকেশন
প্রথমেই জানাই, হুয়াওয়ের পি সিরিজের ফোনগুলি মূলত টপ-নচ ক্যামেরা পারফরম্যান্সের ওপর ফোকাস করে। সাপ্লাই চেইন থেকে আসা একটি সূত্র স্ট্যান্ডার্ড হুয়াওয়ে পি৭০ মডেলের প্রাইমারি ক্যামেরা সংক্রান্ত তথ্যগুলি ফাঁস করেছে। চীনা সংস্থাটি এই ফোনে প্রধান ক্যামেরার জন্য ওমনিভিশন ওভি৫০এইচ সেন্সর ব্যবহার করবে। এটি ৫০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর যার সেন্সর সাইজ ১/১.৩ ইঞ্চি এবং সিঙ্গেল পিক্সেলের পরিমাপ ১.৩ মাইক্রোমিটার।
উল্লেখযোগ্যভাবে, এই তথ্যগুলি আগের একটি রিপোর্টের সাথে মিলে যায়। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনই প্রথম দাবি করেছিলেন যে, হুয়াওয়ে পি৭০ ওমনিভিশন ওভি৫০এইচ প্রাইমারি রিয়ার সেন্সর সহ আসবে। তিনি পরে যোগ করেছেন যে, এই হুয়াওয়ে ফোনটি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে। কোম্পানি সম্ভবত ওভি৫০এইচ সেন্সরটিকে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো শট নেওয়ার ক্ষমতা সহ একটি ৫০ মেগাপিক্সেএলইডি পেরিস্কোপ টেলিফটো সেন্সরের সাথে যুক্ত করবে। পেরিস্কোপ লেন্সটি ৪x অপটিক্যাল জুম অফার করবে বলেও জানা গেছে।
এছাড়া, ডিজিটাল চ্যাট স্টেশন আসন্ন Huawei P70-এর ডিসপ্লে সম্পর্কিত কিছু তথ্যও প্রকাশ করেছেন। ফোনটিতে বড় ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে, যা বিওই (BOE), সিএসওটি (CSOT), ভিশনওএক্স (Visionox) এবং টিয়ানমা (Tianma)-এর মতো চীনা ডিসপ্লে প্রস্তুতকারক দ্বারা সরবরাহ করা একটি ওলেড (OLED) প্যানেল হবে বলে মনে করা হচ্ছে।