অপেক্ষায় দিন গুনছে অনেকে, Huawei Pocket S2 কবে লঞ্চ হবে জেনে নিন

Huawei বর্তমানের Pocket S2 নামের একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের উপর কাজ করছে। সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল যে, আলোচ্য...
SUPARNA 4 Dec 2023 7:34 PM IST

Huawei বর্তমানের Pocket S2 নামের একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের উপর কাজ করছে। সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল যে, আলোচ্য মডেলটি চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরে Huawei Nova 12 স্মার্টফোনের সাথে বাজারে পা রাখবে। কিন্তু সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন যে, ভাঁজযোগ্য হ্যান্ডসেটটির প্রত্যাশিত লঞ্চের সময় পরিবর্তিন করা হতে পারে। অর্থাৎ এর লঞ্চ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে।

প্রসঙ্গত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station), সম্প্রতি একটি ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) মোবাইল কেসের ছবি শেয়ার করেছিলেন। মনে করা হচ্ছে, এটি হুয়াওয়ে ব্র্যান্ডের এই আপকামিং ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোনের জন্য তৈরী করা হয়েছে। যদি এমনটা হয়, তবে এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে দুটি বড় এবং বৃত্তাকার কাটআউট থাকবে। যার মধ্যে একটিতে ক্যামেরা মডিউল অবস্থান করবে এবং অপরটি সেকেন্ডারি স্ক্রিনের জন্য বরাদ্দ থাকবে। আর, আসন্ন হুয়াওয়ে পকেট এস২ ফোনের সামগ্রিক ডিজাইন সংস্থার ভার্টিকাল-স্টাইলের ফোল্ডেবল ফোনগুলির অনুরূপ হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে জানিয়ে রাখি, আসন্ন Huawei Pocket S2 স্মার্টফোনটি বিদ্যমান Pocket S মডেলের উত্তরসূরি হিসাবে আসবে। এক্ষেত্রে উত্তরসূরি ও পূর্বসূরির মধ্যে সামান্য হলেও ফিচারগত সদৃশতা নজরে পড়তে পারে। তাই নীচে Huawei Pocket S -এর ফিচার সম্পর্কিত খুঁটিনাটি আলোচনা করা হল।

Huawei Pocket S এর স্পেসিফিকেশন ও ফিচার

Huawei Pocket S ফোল্ডেবল ফোনে ৬.৯-ইঞ্চির (২৭৯০×১১৮৮ পিক্সেল) OLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা সর্বাধিক ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৪৪ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১.০৭ বিলিয়ন পি৩ ওয়াইড কালার গ্যামেট সমর্থন করে। আবার ডিভাইসের পিছনে ১.০৪-ইঞ্চির (৩৪০×৩৪০) বৃত্তাকার OLED সেকেন্ডারি টাচ-স্ক্রিন আছে। উন্নত পারফরম্যান্স অফারের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৭৮জি ৪জি প্রসেসরের সাথে এসেছে। এই ফোনে অ্যাডাপ্টিভ গ্রাফিন হিট ডিসিপেশন ইউনিট রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৪০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Show Full Article
Next Story