এটা কেমন স্মার্টফোন! Huawei Mate 60 এর এলোমেলো ক্যামেরা দেখে তাজ্জব নেটদুনিয়া

হুয়াওয়ে (Huawei) স্মার্টফোন নির্মাতা হিসেবে যথেষ্ট জনপ্রিয় হলেও, কোম্পানির স্মার্টফোনগুলি কয়েক বছর আগে যে মাত্রায়...
Ananya Sarkar 2 May 2023 2:26 PM IST

হুয়াওয়ে (Huawei) স্মার্টফোন নির্মাতা হিসেবে যথেষ্ট জনপ্রিয় হলেও, কোম্পানির স্মার্টফোনগুলি কয়েক বছর আগে যে মাত্রায় ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতো, মূলত ৫জি কানেক্টিভিটি এবং গুগল (Google) পরিষেবার অভাবের কারণে এখন আর সেরকম মনোযোগ পায় না। তা সত্ত্বেও, কোম্পানিটি আকর্ষণীয় ফোন তৈরি করা কিন্তু ছেড়ে দেয়নি। অভিনব ডিজাইনের সাথে বাজারে আসা লেটেস্ট Huawei P60 সিরিজটি তারই সাম্প্রতিকতম উদাহরণ। তবে বর্তমানে মনে করা হচ্ছে, হুয়াওয়ে আরও একটি আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। কেননা একটি নতুন হ্যান্ডসেটের কিছু রেন্ডার অনলাইনে উপস্থিত হয়েছে। ফোনটির নাম না জানা গেলেও, অনুমান করা হচ্ছে এটি Huawei Mate 60 হতে পারে। রেন্ডারগুলি ফোনের পিছনে একটি অভিনব ডিজাইনের ক্যামেরা আইল্যান্ড প্রদর্শন করেছে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সম্ভাব্য Huawei Mate 60-এর রেন্ডার ফাঁস হল

হুয়াওয়ে সেন্ট্রাল-এর রিপোর্ট অনুসারে, এক চীনা টিপস্টার একটি নতুন হুয়াওয়ে ফোনের রেন্ডার অনলাইনে শেয়ার করেছেন। এই স্মার্টফোনটির চেহারায় নতুনত্ব রয়েছে। রেন্ডারটি দেখিয়েছে যে, হ্যান্ডসেটটিতে একটি বড় বৃত্তাকার ক্যামেরা সেটআপ বর্তমান, যা চলতি বছর লঞ্চ হওয়া বেশিরভাগ চীনা ফ্ল্যাগশিপেই দেখা গেছে। তবে, এই হ্যান্ডসেটের ক্যামেরা সজ্জাটি অভিনব। মডিউলে এলোমেলোভাবে বিন্যস্ত বেশ কয়েকটি কাট-আউট দেখা গেছে, যা থেকে অনুমান করা হচ্ছে যে এতে অন্তত চারটি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকতে পারে।

জানিয়ে রাখি, নতুন হুয়াওয়ে ফোনটির ক্যামেরা মডিউলে অবস্থিত কাটআউটগুলির মধ্যে একটি লেজার সেন্সর, একটি কালার টেম্পারেচার সেন্সর, একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। এর প্রধান ক্যামেরাটি সম্ভবত পরিবর্তনশীল অ্যাপারচার সহ অবস্থান করবে, যেমনটা হুয়াওয়ে পি৬০ সিরিজে দেখা গেছে। এটি দৃশ্যের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে, ফলে ইউজাররা শুটিংয়ের পরিবেশের ওপর নির্ভর করে তাদের শটগুলিতে সঠিক পরিমাণে আলো ক্যাপচার করতে পারবেন।

উল্লেখ্য, এই রেন্ডারগুলি পরবর্তী প্রজন্মের Huawei Mate 60 স্মার্টফোনের বলে অনুমান করা হচ্ছে। অনুমানটি কিছুটা যুক্তিযুক্ত, কেননা রেন্ডারে প্রদর্শিত সেন্সরগুলি একটি হাই-এন্ড ফ্ল্যাগশিপ মডেলের দিকে নির্দেশ করেছে, আর বছরের এই সময়ে হুয়াওয়ে তাদের Mate সিরিজের অধীনেই ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করে থাকে। তবে যেহেতু আনুষ্ঠানিকভাবে Mate 60-এর অস্তিত্ব সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করা হয়নি, তাই উল্লেখিত তথ্যগুলির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে।

Show Full Article
Next Story