Apple-কে টেক্কা দিতে কোমর বাঁধছে Huawei, হৃতগৌরব ফেরাতে হাতিয়ার 5G স্মার্টফোন
গত বছর নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার জাতীয় সুরক্ষার স্বার্থে হুয়াওয়ে টেকনোলজিস (Huawei Technologies)-কে...গত বছর নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার জাতীয় সুরক্ষার স্বার্থে হুয়াওয়ে টেকনোলজিস (Huawei Technologies)-কে টেলিকমিউনিকেশন সম্পর্কিত সরঞ্জামের বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর ফলে কোম্পানিটির কনজিউমার ইলেকট্রনিক্স ব্যবসা বন্ধ হয়ে যায়। তবে হুয়াওয়ে চলতি বছরের শেষের দিকে ৫জি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ফিরে আসার পরিকল্পনা করছে বলে জানা গেছে। আর এখন একটি রিপোর্ট প্রকাশ করেছে যে, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কোম্পানি (SMIC) থেকে চিপমেকিং সহ সেমিকন্ডাক্টর ডিজাইন টুলে নিজস্ব অগ্রগতি ব্যবহার করে হুয়াওয়ে ৫জি চিপ নির্মাণ করার পরিকল্পনা করছে।
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও Huawei ৫জি ফোনের বাজারে ফিরে আসার পরিকল্পনা করছে
চীনের স্মার্টফোন সেক্টর কভার করে এমন তিনটি থার্ড পার্টি প্রযুক্তি গবেষণা সংস্থা রয়টার্সকে হুয়াওয়ের ৫জি ফোনের মার্কেটে ফিরে আসার বিষয়টি জানিয়েছে। সংস্থাগুলি হুয়াওয়ের সাপ্লায়ার সহ ইন্ডাস্ট্রির ইনসাইডারদের উদ্ধত করে, গ্রাহকদের সাথে গোপনীয়তা চুক্তির কারণে নাম প্রকাশ না করার শর্তে এই তথ্যগুলি জানিয়েছে। তবে হুয়াওয়ে এবিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কোম্পানি (SMIC)-ও মুখে কুলুপ এটেছে। ৫জি স্মার্টফোন বাজারে ফিরে আসা হুয়াওয়ের জন্য একটি বিরাট সাফল্য হবে। কোম্পানির কনজিউমার বিজনেসের আয় ২০২০ সালে ৪৮৩ বিলিয়ন ইউয়ান (প্রায় ৫,৫১,৪৭৯ কোটি টাকা)-এর সাথে শীর্ষে পৌঁছেছিল, কিন্তু এক বছর পরে এই আয় প্রায় ৫০ শতাংশ কমে যায়।
জানিয়ে রাখি, ২০১৯ সালে শুরু হওয়া মার্কিন বিধিনিষেধগুলি তাদের সবচেয়ে উন্নত মডেলগুলি তৈরি করার জন্য প্রয়োজনীয় চিপমেকিং সরঞ্জামগুলিতে অ্যাক্সেস বন্ধ না করা পর্যন্ত অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung)-এর সাথে বিশ্বের বৃহত্তম হ্যান্ডসেট নির্মাতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতারও অংশ হয়েছিল। তবে, মার্কিন ও ইউরোপীয় সরকার হুয়াওয়েকে তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বিপদ হিসাবে চিহ্নিত করেছে, যে অভিযোগ কোম্পানি অস্বীকার করে। কিন্তু তারপর থেকে, হুয়াওয়ে মজুত করা চিপ ব্যবহার করে ৫জি মডেলের সীমিত সংখ্যক ব্যাচই বিক্রি করতে সমর্থ হয়েছে। ক্যানালিস কনসালটেন্সির মতে, গত প্রজন্মের ৪জি হ্যান্ডসেটের বিক্রিও আটকে গেছে। সেল তলানিতে পৌঁছানোর কারণে গত বছর বিশ্বব্যাপী বাজারে বেশিরভাগ ক্ষেত্রে হুয়াওয়ের র্যাঙ্কিং পড়ে গেছে। যদিও কোম্পানিটি প্রথম ত্রৈমাসিকে চীনে ১০ শতাংশ বাজার শেয়ার দখল করতে পেরেছিল।
গবেষণা সংস্থাগুলির মধ্যে একটি জানিয়েছে যে, তারা আশা করেছিল যে হুয়াওয়ে এসএমআইসি-এর এন+১ উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করবে, যদিও ৫০ শতাংশের নীচে ব্যবহারযোগ্য চিপগুলির আনুমানিক উৎপাদন হার সহ, ৫জি ফোনের শিপমেন্ট প্রায় ২ মিলিয়ন বা ২০ লক্ষ থেকে ৪ মিলিয়ন বা ৪০ লক্ষ ইউনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে আরেকটি ফার্ম মনে করে, আনুমানিক শিপমেন্টের পরিমাণ ১০ মিলিয়ন ইউনিট পৌঁছতে পারে।
হুয়াওয়ে ২০১৯ সালে বিশ্ব বাজারে ২৪০.৬ মিলিয়ন স্মার্টফোন সরবরাহ করেছে, যা ছিল কোম্পানির জন্য সেরা বছর। রাষ্ট্র-সমর্থিত চায়না সিকিউরিটিজ জার্নাল পত্রিকাটি চলতি মাসেই একটি রিপোর্টে জানিয়েছে যে, হুয়াওয়ে ৫জি ফোনে ফিরে আসার বিষয়ে উল্লেখ না করেই ২০২৩ সালের মোবাইল শিপমেন্টের লক্ষ্যমাত্রা বছরের শুরুতে দাবি করা ৩০ মিলিয়ন ইউনিটের থেকে ৪০ মিলিয়ন ইউনিটে উন্নীত করেছে।
কোম্পানিটি চলতি বছর আইফোনের প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে P60-এর মতো ফ্ল্যাগশিপ মডেলের 5জি সংস্করণ তৈরি করতে পারে। ২০২৪ সালের প্রথম দিকে নতুন মডেল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিনটি গবেষণা সংস্থা বলেছে যে, তারা হুয়াওয়ের সাপ্লাই চেইনের কনট্যাক্ট থেকে প্রাপ্ত তথ্য এবং সাম্প্রতিক কোম্পানির ঘোষণাগুলির ওপর ভিত্তি করে এই ধরনের পূর্বাভাস দিয়েছে।
তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের জারি করা বিধিনিষেধগুলি হুয়াওয়েকে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ডেভেলপার পরিষেবাগুলি থেকে বিচ্ছিন্ন করেছে, যার ওপর ভিত্তি করে বেশিরভাগ অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। এই কারণে এখনও চীনের বাইরের মার্কেটে হুয়াওয়ে হ্যান্ডসেটগুলির জনপ্রিয়তা সীমিত৷
Huawei-এর চিপ ডিজাইন টুল
গবেষণা সংস্থাগুলি উল্লেখ করেছে যে, হুয়াওয়ে মার্চ মাসে ঘোষণা করেছিল যে, তারা ১৪ ন্যানোমিটার (nm) এবং তার থেকে উচ্চতর প্রক্রিয়ায় নির্মিত চিপগুলির জন্য ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (EDA) সরঞ্জামগুলিতে সাফল্য অর্জন করেছে। ব্যাপকভাবে তৈরি হওয়ার আগে চিপ ডিজাইন কোম্পানিগুলি চিপগুলির ব্লুপ্রিন্ট তৈরি করতে ইডিএ সফ্টওয়্যার ব্যবহার করে।
এছাড়াও, গবেষণা সংস্থাগুলি, তাদের নিজস্ব ইন্ডাস্ট্রির সূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলির ওপর ভিত্তি করে বিশ্বাস করে যে, হুয়াওয়ের ইডিএ সফ্টওয়্যারটি এসএমআইসি-এর এন+১ উৎপাদন প্রক্রিয়ার সাথে ৭ ন্যানোমিটারের সমতুল্য চিপ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে, যা সাধারণত ৫জি ফোনে ব্যবহৃত একটি শক্তিশালী সেমিকন্ডাক্টর।