Xiaomi 15 অবশেষে ভারতে লঞ্চ হচ্ছে, BIS সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল

Xiaomi 15 এর স্পেসিফিকেশনের কথা বললে, এতে 6.36 ইঞ্চি OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর, 16GB পর্যন্ত RAM ও 1TB পর্যন্ত স্টোরেজ সহ চীনে পাওয়া যায়।

Julai Mondal 23 Nov 2024 11:40 PM IST

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi 15। গত অক্টোবরে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর সহ চীনে ডিভাইসটি ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার ভারতে আসার আগে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এটি শাওমি 14 এর উত্তরসূরি মডেল হিসেবে ভারতে আত্মপ্রকাশ করবে।

Xiaomi 13 উপস্থিত হল BIS সার্টিফিকেশন সাইটে

91মোবাইলস সম্প্রতি 24129PN74I মডেল নম্বর সহ শাওমি 15 ফোনকে BIS সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। যদিও এখান থেকে ডিভাইসটির কোনো স্পেসিফিকেশন উঠে আসেনি। তবে ভারতে লঞ্চের জন্য স্মার্টফোনটির এই সার্টিফিকেশন পাওয়া বাধ্যতামূলক ছিল।

যাইহোক, বেস মডেল ছাড়পত্র পেলেও সিরিজের প্রো মডেল ভারতে আসবে না বলেই মনে হয়। কারণ এটি এখনও এই সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়নি। গতবছরও আমরা দেখেছিলাম যে, শাওমি 14 ভারতে লঞ্চ হলেও, 14 প্রো এদেশে আসেনি। যদিও শাওমি 14 আল্ট্রা ভারতে পা রেখেছিল। এবছরও ব্র্যান্ডটি একই রীতি বজায় রাখতে পারে।

স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি 15 এর স্পেসিফিকেশনের কথা বললে, এতে 6.36 ইঞ্চি OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর, 16GB পর্যন্ত RAM ও 1TB পর্যন্ত স্টোরেজ সহ চীনে পাওয়া যায়। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক HyperOS 2.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরার কথা বললে, শাওমি 15 এর পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আবার সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি বড় 5400mAh ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে।

Show Full Article
Next Story