ভারতে এক্ষুনি বাধ্যতামূলক হচ্ছে না ইউএসবি টাইপ সি পোর্ট, সময় চাইলো Apple, Samsung

ইউরোপীয় ইউনিয়ন (EU) সম্প্রতি সমস্ত স্মার্টফোন এবং গ্যাজেটের জন্য একটি সাধারণ চার্জিং স্ট্যান্ডার্ড অনুসরণ করার নিয়ম জারি করেছিল। ভারত সরকারও এখন এদেশে বিক্রি হওয়া সমস্ত…

ইউরোপীয় ইউনিয়ন (EU) সম্প্রতি সমস্ত স্মার্টফোন এবং গ্যাজেটের জন্য একটি সাধারণ চার্জিং স্ট্যান্ডার্ড অনুসরণ করার নিয়ম জারি করেছিল। ভারত সরকারও এখন এদেশে বিক্রি হওয়া সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট নিয়ে আসার নয়া নিয়ম প্রয়োগ করতে উদ্যত হয়েছে। যদিও একটা বিশেষ কারণবশত কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম কার্যকর করার সময়সীমা এখনো নির্ধারণ করতে পারেনি। আসলে অ্যাপল (Apple), স্যামসাং (Samsung), শাওমি (Xiaomi) সহ অন্যান্য টেক ব্র্যান্ডগুলি ইউএসবি টাইপ-সি পোর্টে স্যুইচ করার জন্য অধিক সময় দেওয়ার দাবি করছে। কেননা এটা কোনো ছোটোখাটো পরিবর্তন নয়। ফলে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সময় লেগেই যাবে।

সমস্ত ইলেক্ট্রনিক্স ব্র্যান্ডের জন্য ইউএসবি টাইপ-সি পোর্টে স্থানান্তরিত হওয়ার নয়া নিয়ম আনতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার

ভারত সরকার বহু পূর্বেই সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইস, যেমন – স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার ইত্যাদির জন্য একটা স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট হিসাবে ইউএসবি টাইপ-সি প্রয়োগ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছিল। এখন এই নিয়ম বাস্তবায়িত করার জন্য উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই নিয়মের অধীনে আপকামিং ডিভাইসগুলি ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে লঞ্চ করা বাধ্যতামূলক করার পাশাপাশি বিদ্যমান ডিভাইসগুলিকেও ইউএসবি টাইপ-সি পোর্টে স্থানান্তর করার কথা বলা হচ্ছে।

টেক জায়ান্ট অ্যাপলের পার্টনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভারত জুড়ে একাধিক জায়গায় কারখানা স্থাপন করেছে। ফলে এদেশে প্রোডাক্ট নির্মাণের ক্ষেত্রে সরকারী নিয়ম মাফিক চলতে একপ্রকার বাধ্য Apple। এক্ষেত্রে সংস্থাটি ইউএসবি টাইপ-সি চার্জিং স্ট্যান্ডার্ডে স্থানান্তরের সিদ্ধান্ত মেনে নিতে রাজি বলে জানিয়েছে। কিন্তু বিদ্যমান ডিভাইসগুলির জন্য এই পরিবর্তন নিয়ে আসা তাৎক্ষণিক ভাবে সম্ভব নয় বলেও জানিয়েছে।

যেকারণে Apple এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে ইউরোপীয় ইউনিয়ন (EU) দ্বারা ঘোষিত সময়সীমার থেকেও অতিরিক্তভাবে আরো ৬ মাস দেওয়ার দাবি করেছে ভারত সরকারের কাছে। জানিয়ে রাখি, ইউরোপীয় ইউনিয়ন সমস্ত ব্র্যান্ডের জন্য স্ট্যান্ডার্ড পোর্ট হিসাবে ইউএসবি টাইপ-সি -তে স্থানান্তর করার জন্য ২৮শে ডিসেম্বর ২০২৪ -এর সময়সীমা নির্ধারণ করেছে। আর ভারতে এই নিয়ম চালু করা হলে, অ্যাপল ২০২৫ সালের জুন মাসের আগে চার্জিং পোর্ট ম্যান্ডেটের কাজ সম্পন্ন করতে পারছে না।

Apple আরো জানিয়েছে যে, প্রস্তাবিত সময়সীমা শুধুমাত্র আসন্ন ডিভাইসের জন্য। সরকার যদি iPhone 13 এবং iPhone 14 -এর মতো বিদ্যমান ডিভাইসগুলির জন্য পোর্ট শিফটিং বাধ্যতামূলক করতে চায়, তবে ইউরোপীয় ইউনিয়ন প্রদত্ত সময়সীমার উপর অতিরিক্তভাবে আরো ১৮ মাস বেশি সময় দিতে হবে।

প্রসঙ্গত, স্যামসাং (Samsung), শাওমি (Xiaomi), ভিভো (Vivo) সহ অন্যান্য ব্র্যান্ড অ্যাপল (Apple) -এর সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করে ভারত সরকারের কাছে এই একই দাবি রেখেছে।

এই বিষয়ে ভারতের ইলেকট্রনিক্স মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) মন্তব্য করেছেন যে, “ভারত সরকার উদ্ভুত পরিস্থিতির কারণে সমস্ত দিক বিচার-বিবেচনা করে দেখছে। ইউএসবি টাইপ-সি ম্যান্ডেটের সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। বিষয়টি এখনও আলোচনার অধীনে রয়েছে।”

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন