জল্পনার অবসান! Infinix Hot 30i বাজেটের মধ্যে 6000mAh ব্যাটারির সাথে এই তারিখে লঞ্চ হচ্ছে
Infinix Hot 30i নিয়ে জল্পনার অবসান। আগামী ২৭ মার্চ এই ফোনটি লঞ্চ হতে চলেছে। এটি গত বছরে আসা Infinix Hot 20i -এর...Infinix Hot 30i নিয়ে জল্পনার অবসান। আগামী ২৭ মার্চ এই ফোনটি লঞ্চ হতে চলেছে। এটি গত বছরে আসা Infinix Hot 20i -এর উত্তরসূরী হবে। Infinix ইতিমধ্যেই আসন্ন এই ফোনের বেশ কয়েকটি টিজার প্রকাশ করেছে। পাশাপাশি Infinix Hot 30i কে সম্প্রতি গুগল প্লে কনসোলে দেখা গেছে, যেখান থেকে ফোনের প্রসেসর, অপারেটিং সিস্টেম ও ডিসপ্লে সম্পর্কে জানা গেছে। এটি একটি বাজেট রেঞ্জে ফোন হবে। আর এই Infinix ফোনটির মডেল নম্বর Infinix X6999।
জানা গেছে ইনফিনিক্স হট ৩০আই ফোনে ৯০ হাটর্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে জিবি র্যাম থাকবে। ডায়মন্ড হোয়াইট, গ্লেসিয়ার ব্লু এবং মিরর ব্ল্যাক, এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। আবার ইনফিনিক্স হট ৩০আই ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে।
প্লে কনসোলের তালিকা অনুযায়ী, ইনফিনিক্সের এই ডিভাইসে ব্যবহার করা হবে ইউনিসক টি৬০৬ প্রসেসর, যা ১২ এনএম আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। গ্রাফিক্সের জন্য এতে পাওয়া যাবে মালি-জি৫৭ এমপি১। উল্লেখ্য, মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর সহ লঞ্চ হয়েছিল ইনফিনিক্স হট ২০আই।
গুগল প্লে কনসোল থেকে আরও জানা গেছে, Infinix Hot 30i ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম থাকবে। যদিও এর আরেকটি সংস্করণ চলবে অ্যান্ড্রয়েড ১২ গো সংস্করণে। ফোনটিতে ৬.৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।