নাথিং ফোনের ডিজাইন এবার Infinix GT 10 Pro ফোনে, ফাঁস হল ছবি সহ স্পেসিফিকেশন

Infinix বর্তমানে ভারতের বাজারে তাদের নব্য প্রজন্মের স্মার্টফোন মডেল Infinix GT 10 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।...
techgup 27 July 2023 11:11 PM IST

Infinix বর্তমানে ভারতের বাজারে তাদের নব্য প্রজন্মের স্মার্টফোন মডেল Infinix GT 10 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটি Nothing Phone (2) দ্বারা অনুপ্রাণিত ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ডিজাইন অফার করবে বলে জানা গেছে। যদিও এতদিন ডিভাইসটির সম্পর্কে আর কোনো তথ্য জানা সম্ভব হয়নি। তবে এখন এক লিকস্টারের দৌলতে আপকামিং Infinix GT 10 Pro স্মার্টফোনের একাধিক লাইভ ছবি অনলাইনে ফাঁস হয়েছে। একই সাথে, আলোচ্য মডেলের সম্পূর্ণ স্পেসিফিকেশন লিস্টও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।

অফিসিয়াল লঞ্চের আগেই Infinix GT 10 Pro স্মার্টফোনের লাইভ ছবি ফাঁস হল

টিপস্টার জায়ন্স আনভিন (Zions Anvin) -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, ইনফিনিক্স জিটি ১০ প্রো স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং NEG গ্লাস দ্বারা সুরক্ষিত। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য আলোচ্য ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার স্টোরেজ হিসাবে পাওয়া যাবে ৮ জিবি LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 মেমরি।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, Infinix GT 10 Pro স্মার্টফোনটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ১০৮ মেগাপিক্সেলের মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসতে পারে বলে দাবি করেছেন টিপস্টার। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির পাশাপাশি বাইপাস চার্জিং ফিচারও অফার করবে বলে রিপোর্টে উল্লেখিত আছে।

উপরন্তু, ইউজারদের নিরাপত্তা প্রদানের খাতিরে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম স্কিনে চালিত হবে। এই ইউজার ইন্টারফেস কোনো প্রকারের ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন দেখাবে না বলে দাবি করা হচ্ছে। একই সাথে 'নিট অ্যান্ড ক্লিন' ইউজার এক্সপিরিয়েন্স প্রদানের প্রতিশ্রুতিও দেয়। এছাড়া Infinix GT 10 Pro স্মার্টফোনের সাথে ওএস আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি প্যাচ আপডেট অফার করা হবে বলেও জানিয়েছেন টিপস্টার জায়ন্স।

Show Full Article
Next Story