ফোনের সঙ্গে গেম খেলার কিট ফ্রি, সঙ্গে বাম্পার ডিসকাউন্ট, দারুণ অফার নিয়ে হাজির Infinix

Infinix GT 10 Pro শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ব্র্যান্ডটি এই ফোনের লঞ্চের জন্য ইতিমধ্যেই টিজার প্রকাশ করতে শুরু করেছে। আসন্ন ডিভাইসটি…

Infinix GT 10 Pro শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ব্র্যান্ডটি এই ফোনের লঞ্চের জন্য ইতিমধ্যেই টিজার প্রকাশ করতে শুরু করেছে। আসন্ন ডিভাইসটি ফ্লিপকার্ট (Flipkart)-এর প্ল্যাটফর্মে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে। Infinix GT 10 Pro-এর কিছু রেন্ডারও ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আর এখন ইনফিনিক্সের তরফে আসন্ন GT সিরিজের ফোনটির বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ করা হয়েছে।

Infinix GT 10 Pro-এর স্পেসিফিকেশন, দাম, লঞ্চ অফার প্রকাশ

ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুসারে, ইনফিনিক্স জিটি ১০ প্রো-এর প্রি-অর্ডার প্রক্রিয়া ৩ আগস্ট দুপুর ১২টায় শুরু হবে। তবে, স্মার্টফোনটির লঞ্চের তারিখ এখনো প্রকাশ করা হয়নি। দাম ২০,০০০ টাকার সেগমেন্টের মধ্যেই থাকবে বলে জানা গেছে। ফোনটি প্রি-বুক করা প্রথম ৫,০০০ জন গ্রাহক একটি প্রো গেমিং কিটের জন্য যোগ্য হবেন, যার মধ্যে ইউনিভার্সাল শোল্ডার ট্রিগার, গেমিং ফিঙ্গার স্লিভস এবং একটি কার্বন বক্স থাকবে। ক্রেতারা ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জে ২,০০০ টাকা ছাড় পেতে পারেন৷ এছাড়াও, সমস্ত ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ৬ মাসের নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে৷

আবার ফাঁস হওয়া ছবিগুলি ইনফিনিক্স জিটি ১০ প্রো-কে একটি স্বচ্ছ ফটো ক্রোম্যাটিক রিয়ার প্যানেল যুক্ত সাইবার মেকা ডিজাইনের সাথে প্রদর্শন করেছে। আসন্ন ফোনটি নাথিং ফোন (২)-এর স্বচ্ছ ব্যাক প্যানেলের ডিজাইনের অনুকরণ করে, তবে ডিভাইসটিতে নাথিংয়ের মতো কোনও এলইডি লাইট থাকবে কিনা, তা দেখার বিষয়।

এছাড়াও জানা গেছে যে, Infinix GT 10 Pro-তে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে এবং একটি সিম কার্ড-আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। ফ্লিপকার্ট মাইক্রোসাইটটি আরও প্রকাশ করেছে যে ডিভাইসটি একটি বিজ্ঞাপন-মুক্ত পরিষ্কার অপারেটিং সিস্টেমে চলবে। আসন্ন ফোনটিতে ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলেও জানা গেছে। ফটোগ্রাফির জন্য, Infinix GT 10 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দুটি ৮ মেগাপিক্সেলের সহায়ক লেন্স উপস্থিত থাকবে।