Infinix এর ডাবল ধামাকা, গেমিং ফোনের সঙ্গে ল্যাপটপ ভারতে আনছে এই তারিখে

ইনফিনিক্স (Infinix) বর্তমানে তাদের একাধিক নতুন গেমিং ডিভাইসকে ‘GT Verse’ বাজারে আনার পরিকল্পনা করছে। আর বিগত কয়েকদিন...
Ananya Sarkar 13 May 2024 8:05 PM IST

ইনফিনিক্স (Infinix) বর্তমানে তাদের একাধিক নতুন গেমিং ডিভাইসকে ‘GT Verse’ বাজারে আনার পরিকল্পনা করছে। আর বিগত কয়েকদিন ধরে টিজার প্রকাশের পর, অবশেষে ব্র্যান্ডটি তাদের গেমিং পণ্যের নতুন লাইনআপের লঞ্চের তারিখটি ঘোষণা করেছে। জানা গেছে কোম্পানি চলতি মাসেই তাদের GT Verse সিরিজের নতুন গ্যাজেটগুলি বাজারে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে Infinix GT 20 Pro স্মার্টফোন এবং Infinix GT Book ল্যাপটপটি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন তাহলে এই ডিভাইস দুটির লঞ্চের তারিখের পাশাপাশি, এগুলি সম্পর্কে কি কি তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Infinix GT 20 Pro এবং GT Book আগামী সপ্তাহেই আসছে মার্কেটে

একটি অফিসিয়াল টিজারে ইনফিনিক্স প্রকাশ করেছে যে, তাদের আসন্ন গেমিং স্মার্টফোন এবং গেমিং ল্যাপটপ, অর্থাৎ ইনফিনিক্স জিটি ২০ প্রো ও ইনফিনিক্স জিটি বুক আগামী ২১ মে লঞ্চ করা হবে। এটি আগের একটি রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা ২১ মে-তেই এই ইনফিনিক্স ডিভাইসগুলি লঞ্চ হবে বলে ইঙ্গিত দিয়েছিল। জানিয়ে রাখি, ইনফিনিক্স জিটি ২০ প্রো হ্যান্ডসেটটিকে প্রাথমিকভাবে সৌদি আরবে লঞ্চ করা হয়েছে। তাই এর স্পিসিফিকেশনগুলি আর অজানা নেই। ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনের সামনে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ লম্বা ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে।

পারফরম্যান্সের জন্য, ইনফিনিক্স জিটি ২০ প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিডি ৮২০০ আল্টিমেট প্রসেসরটি রয়েছে, যা ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারিতে চলে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভিত্তিক হাইওএস ১৪ (HiOS 14) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Infinix GT 20 Pro মডেলের পিছনে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। অন্যদিকে, Infinix GT Book ল্যাপটপটি Intel Core i9-13900H চিপ এবং RTX 4060 পর্যন্ত জিপিইউ সহ আসবে বলে টিজ করা হয়েছিল। এছাড়া, ল্যাপটপটি আরজিবি (RGB) কীবোর্ড সহ লম্বা ১৬ ইঞ্চি ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে, যা ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট অফার করবে।

Show Full Article
Next Story