বাজার কাঁপানো স্মার্টফোন আনছে Infinix, থাকবে 108MP ক্যামেরা, 144hz ডিসপ্লে ও JBL স্পিকার
ইনফিনিক্স তাদের GT-সিরিজের নতুন গেমিং ফোন, Infinix GT 20 Pro লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে৷ চীনা কোম্পানিটি...ইনফিনিক্স তাদের GT-সিরিজের নতুন গেমিং ফোন, Infinix GT 20 Pro লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে৷ চীনা কোম্পানিটি ইতিমধ্যেই GT 20 Pro-এর কয়েকটি টিজার প্রকাশ করেছে। আর এখন অনলাইনে Infinix GT 20 Pro-এর ডিজাইন রেন্ডার সহ সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
Infinix GT 20 Pro-এর স্পেসিফিকেশন ও ডিজাইন ফাঁস হল
91মোবাইলস হিন্দির রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স জিটি 20 প্রো-এর পিছনে একাধিক মিনিএলইডি (MiniLED) সহ সংস্থার সিগনেচার ‘সাইবার মেকা’ ডিজাইনটি থাকবে। পূর্বসূরির মতোই, এই স্মার্টফোনটি ফ্ল্যাট এজ সহ বক্সি ডিজাইন অফার করবে৷ সামনে পাঞ্চ হোল নচ ডিসপ্লে দেখা যাবে এবং সিলভার, গ্রে ও ব্লু - এই তিনটি কালার অপশনে বাজারে আসতে চলেছে।
ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, ইনফিনিক্স জিটি 20 প্রো-এর রিয়ার প্যানেলে তার পূর্বসূরির তুলনায় আরও পরিচ্ছন্ন ডিজাইন থাকবে। এর ক্যামেরা মডিউলে চারটি বৃত্তাকার কাটআউট দেখা যাবে, তবে সবগুলিই সমান আকারের। স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Infinix GT 20 Pro-এ 6.78 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ (1080×2436 পিক্সেল) রেজোলিউশন অফার করবে।
হাই-পারফরম্যান্সের জন্য, ফোনটিতে MediaTek Dimensity 8200 Ultimate প্রসেসর, Mali G610 জিপিইউ এবং একটি ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপ যুক্ত করা হবে। Infinix GT 20 Pro-এ 8 জিবি/12 জিবি র্যাম, 12 জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট এবং 256 জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে।
সফ্টওয়্যারর ক্ষেত্রে, Infinix GT 20 Pro অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে XOS 14 কাস্টম স্কিনে রান করবে। ফোনটি দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ পাবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য, Infinix GT 20 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। আর সামনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং লেন্স অবস্থান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix GT 20 Pro-এ 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, এই ফোনে জেবিএল (JBL) সাউন্ড সহ স্টেরিও স্পিকার মিলবে। Infinix GT 20 Pro ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আশা করা যায়।