12 জিবি র্যামের সাথে জবরদস্ত ফিচার, Infinix GT 20 Pro লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল
Infinix বর্তমানে একটি গেমিং-কেন্দ্রিক মিড-রেঞ্জ স্মার্টফোনের উপর কাজ করছে, যার নাম Infinix GT 20 Pro। ডিভাইসটি গত বছর...Infinix বর্তমানে একটি গেমিং-কেন্দ্রিক মিড-রেঞ্জ স্মার্টফোনের উপর কাজ করছে, যার নাম Infinix GT 20 Pro। ডিভাইসটি গত বছর আগত Infinix GT 10 Pro মডেলের সাক্সেসর ভার্সন হিসাবে আসবে বলে জানা গেছে। ডিভাইসটিকে সম্প্রতি টিইউভি রাইনল্যান্ড, ওয়াই-ফাই অ্যালায়েন্স, EEC (ইউরোপ), TKDN (ইন্দোনেশিয়া), BIS (ভারত), FCC সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এবং বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে দেখা গিয়েছে৷ যার দরুন এর বেশ কয়েকটি মুখ্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আবার এখন Infinix GT 20 Pro স্মার্টফোন থাইল্যান্ডের 'ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন' (NBTC) সার্টিফিকেশন পোর্টাল থেকে ছাড়পত্র পেল। পাশাপাশি Google Play Console ডেটাবেসেও স্থান পেয়েছে। সাইটগুলির লিস্টিং ডিভাইসটির মডেল নম্বর সহ ডিসপ্লে ফিচার ও প্রসেসর ভ্যারিয়েন্ট নিশ্চিত করেছে।
NBTC এবং Google Play Console সাইটে উপস্থিত হল Infinix GT 20 Pro স্মার্টফোন
NBTC সার্টিফিকেশন সাইটের ডেটাবেস অনুসারে, আসন্ন ইনফিনিক্স জিটি 20 প্রো স্মার্টফোনের মডেল নম্বর X6871। যদিও এখান থেকে ডিভাইসটির আর কোনো তথ্য সামনে আসেনি।
তবে গুগল প্লে কনসোল সাইটের লিস্টিং থেকে জানা গেছে, ইনফিনিক্স ব্র্যান্ডের এই লেটেস্ট গেমিং মোবাইলটি ফুল এইচডি প্লাস (1080x2436 পিক্সেল) রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে প্যানেল অফার করবে। আবার ভালো পারফরম্যান্স প্রদানের জন্য ইনফিনিক্স জিটি 20 প্রো ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 (মডেল নম্বর : MT6896Z/CZA) চিপসেট ব্যবহার করা হবে, যার সাথে 12 জিবি র্যাম সংযুক্ত থাকবে। এছাড়া অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন পাওয়া যাবে।
প্রসঙ্গত সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Infinix GT 20 Pro স্মার্টফোন সম্ভবত 45 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ব্যাটারি এবং সর্বোচ্চ 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হবে। লঞ্চ পরবর্তী সময়ে হ্যান্ডসেটটি মোট দুটি মেমরি কনফিগারেশনের সাথে পাওয়া যেতে পারে, যথা - 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ।
Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন এখনো জানা যায়নি। তবে যেহেতু ডিভাইসটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইট দ্বারা অনুমোদিত হয়েছে, সেহেতু এর আগমনে খুব একটা দেরি নেই বলেই মনে হচ্ছে।