১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে এন্ট্রি নিচ্ছে Infinix GT 20 Pro, দাম কত থাকবে

Infinix বর্তমানে ভারতের বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন Infinix GT 20 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও সংস্থার পক্ষ থেকে ডিভাইসটির জন্য কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ…

Infinix বর্তমানে ভারতের বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন Infinix GT 20 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও সংস্থার পক্ষ থেকে ডিভাইসটির জন্য কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে আজ Infinix সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসন্ন এই হ্যান্ডসেটের জন্য একটি টিজার ভিডিও শেয়ার করেছে। যা Infinix GT 20 Pro ফোনের লঞ্চ-পরবর্তী উপলব্ধতার তথ্য নিশ্চিত করেছে। একই সাথে সংস্থাটি আর কোন কোন প্রোডাক্ট বা প্রযুক্তি নিয়ে আসতে চলেছে তাও টিজার থেকে জানা গেছে।

ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে এসে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের প্রাপ্যতা বিবরণ

ইনফিনিক্স দ্বারা X প্ল্যাটফর্মে শেয়ার করা ভিডিও টিজার অনুসারে, ভারতে লঞ্চের পর আপকামিং ইনফিনিক্স জিটি ২০ প্রো স্মার্টফোন জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে বিক্রি হবে। পাশাপাশি টিজার ভিডিও থেকে আরও জানা গেছে যে, ব্র্যান্ডটি স্মার্টফোনের সাথেই জিটি ভার্স (GT Verse) গেমিং ইকোসিস্টেম প্রোডাক্টও উন্মোচন করবে।

প্রসঙ্গত লঞ্চের তারিখ ঘোষণা করা না হলেও, ইনফিনিক্স জিটি ২০ প্রো স্মার্টফোনের জন্য ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। যেখানে রিলিজ করা একটি সাম্প্রতিক টিজার নিশ্চিত করেছে যে, আসন্ন স্মার্টফোনের পাশাপাশি একটি কুলিং ফ্যান এবং একটি গেমিং মাউসও লঞ্চ করা হবে ভারতে।

Infinix GT 20 Pro সম্ভবত চলতি মাসেই এদেশে আত্মপ্রকাশ করবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, গত সপ্তাহে ডিভাইসটি সৌদি আরবে লঞ্চ হয়েছে। যেকারণে আমরা ইতিমধ্যেই এর ফিচার ও ডিজাইন সম্পর্কে জানি। এই গেমিং-কেন্দ্রিক হ্যান্ডসেট সাইবার মেচা ডিজাইনের সাথে এসেছে, যার মধ্যে আটটি রঙের সমন্বয় এবং চারটি লাইটিং অ্যাফেক্ট সহ একটি লুপ এলইডি ইন্টারফেস রয়েছে। নীচে ফোনটির ফিচার আলোচনা করা হল…

Infinix GT 20 Pro স্পেসিফিকেশন

Infinix GT 20 Pro স্মার্টফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১৩০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ব্যাক প্যানেলে ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) সমর্থিত ১০৮ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট বিদ্যমান। এই ফোন মালি জি৬১০ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্টিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ডেডিকেটেড পিক্সেলওয়ার্কস এক্স৫ টার্বো গেমিং ডিসপ্লে চিপও সমন্বিত রয়েছে ডিভাইসে। তদুপরি নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং উন্নত সাউন্ড সরবরাহের ক্ষেত্রে স্টেরিও স্পিকার সিস্টেম মিলবে। Infinix GT 20 Pro স্মার্টফোনে আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি IP54 রেটিং প্রাপ্ত।

সৌদি আরবে Infinix GT 20 Pro স্মার্টফোনের দাম ১,২৯৯ সৌদি রিয়াল থেকে শুরু হচ্ছে। আশা করা হচ্ছে, ভারতে এর দাম ৪০,০০০ টাকার কম রাখা হবে।