108 মেগাপিক্সেল রিয়ার ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার স্মার্টফোনে 2 হাজার টাকা ডিসকাউন্ট
ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক অফার করা হবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি Infinix GT 20 Pro ফোনটি সর্বোচ্চ 23,200 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
আপনি যদি সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন, তাহলে Infinix GT 20 Pro আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই ডিভাইসে আছে 108 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি বাম্পার ডিলে কিনতে পারবেন। এই ফোনটির 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। তবে ফ্লিপকার্ট সুপার ভ্যালু ডেজ সেলে আপনি এর সাথে 2,000 টাকা অতিরিক্ত ছাড় পাবেন। এই ডিসকাউন্টের জন্য আপনাকে অ্যাক্সিস ব্যাঙ্ক বা এসবিআই কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
রয়েছে আরও অনেক আকর্ষণীয় অফার
আবার, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক অফার করা হবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি Infinix GT 20 Pro ফোনটি সর্বোচ্চ 23,200 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Infinix GT 20 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
ইনফিনিক্সের এই ফোনে 2436×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র্যাম এবং 2560জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্টিমেট 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
এই ক্যামেরাগুলি হতে পারে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ দুটি 2 মেগাপিক্সেল লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ইনফিনিক্স জিটি 20 প্রো অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HiOS 14 কাস্টম স্কিনে কাজ করবে।
ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক অফার করা হবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি Infinix GT 20 Pro ফোনটি সর্বোচ্চ 23,200 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।