Infinix GT সিরিজের ফোনে এবার Nothing Phone (2)-এর মতো ডিজাইন, ব্যাক প্যানেলে জ্বলবে লাইট

Infinix আগামী মাসে ভারতে একটি নতুন GT সিরিজের ফোন লঞ্চ করবে বলে জানা গেছে। লঞ্চের আগে ফোনটির সম্পর্কে নানা তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু করেছে।…

Infinix আগামী মাসে ভারতে একটি নতুন GT সিরিজের ফোন লঞ্চ করবে বলে জানা গেছে। লঞ্চের আগে ফোনটির সম্পর্কে নানা তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার ইনফিনিক্সের এই হ্যান্ডসেটটিকে নিয়ে আশ্চর্যজনক দাবি করেছেন, যা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। ডিভাইসটি সম্প্রতি লঞ্চ Nothing Phone (2)-এর সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য বহন করবে বলে শোনা যাচ্ছে। নাথিং ব্র্যান্ডের যে দুটি স্মার্টফোন এই মুহূর্তে বাজারে উপলব্ধ রয়েছে, সেই দুটি মডেলেরই অন্যতম হাইলাইট হল ব্যাক প্যানেলের গ্লিফ ইন্টারফেস এলইডি লাইট স্ট্রিপ। টিপস্টারের মতে, এই এই বিশেষ বৈশিষ্ট্যটি এবার ইনফিনিক্সের নতুন ফোনটির ডিজাইনেও দেখা যাবে। এই পদক্ষেপটি ইঙ্গিত করে যে, ইনফিনিক্সের মতো ব্র্যান্ডগুলি আরও সাশ্রয়ী প্রাইস পয়েন্টে ব্যবহারকারীদের অনুরূপ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে রয়েছে।

Infinix GT সিরিজের ফোনে কি দেখা যাবে Nothing Phone (2)-এর মতো গ্লিফ ইন্টারফেস?

টিপস্টার মুকুল শর্মা দ্বারা টুইটারে শেয়ার করা একটি রেন্ডার প্রযুক্তি মহলে শোরগোল ফেলেছে। এই রেন্ডার অনুযায়ী, ইনফিনিক্সের জিটি সিরিজের আসন্ন ফোনটি অনন্য গ্লিফ প্যাটার্ন অফার করবে। তবে নাথিং-এর সিইও, কার্ল পেই তাদের তৈরি করা গ্লিফ ইন্টারফেসটি রক্ষা করার জন্য তার অভিপ্রায় প্রকাশ করতে একটি টুইট করেছেন। এতে পেই দাবি করেন যে, ডিজাইনটি নাথিংয়ের পেটেন্ট দ্বারা সুরক্ষিত এবং এও জানিয়েছেন যে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড দ্বারা পেটেন্ট লঙ্ঘন করা হলে, তার প্রতিরোধের জন্য সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্যও কোম্পানি প্রস্তুত।

এখন পর্যন্ত, ইনফিনিক্সের নতুন জিটি সিরিজের ফোন লঞ্চের তারিখ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ইনফিনিক্স প্রকৃতপক্ষে নাথিং ফোনের মতো একটি ডিভাইস তৈরি করেছে কিনা, তা দেখার বিষয়। আবার জল্পনাটি সত্য প্রমাণিত হলে, ইনফিনিক্স কীভাবে এটিকে বাজারজাত করে, সেটি দেখাও আকর্ষনীয় হবে। টিপস্টার দাবি করেছেন যে, নাথিং ফোনের অনুরূপ নতুন ইনফিনিক্স ফোনটি আগস্ট মাসে ভারতীয় বাজারে আসবে, যা গ্রাহকদের মধ্যে আরও প্রত্যাশা তৈরি করবে।

যদিও, আসন্ন ইনফিনিক্স ফোন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এই মুহুর্তে খুব কম রয়েছে, তবে অনুমান করা হচ্ছে যে এটি ডুয়েল বা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এছাড়া, নতুন Infinix GT সিরিজের ফোনটি মোবাইল গেমারদের লক্ষ্য করে বাজারে আসতে পারে, যদিও এর বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যগুলি এখনও সামনে আসা বাকি আছে।

উল্লেখ্য, Nothing Phone (2) সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে, যার প্রারম্ভিক মূল্য ৪৪,৯৯৯ টাকা এবং এর প্রথম সেল আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন ক্রেতারা হ্যান্ডসেটটিকে ছাড়যুক্ত মূল্যে কিনতে পারবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) বা এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)-এর কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে, ফ্লিপকার্ট (Flipkart) থেকে ফোনটি মাত্র ৪১,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ, ইউজাররা ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। জানিয়ে রাখি, উল্লেখিত দামটি Nothing Phone (2)-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের। নতুন নাথিং ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৯,৯৯৯ টাকা, কিন্তু ব্যাঙ্ক অফারের সাহায্যে এটি ৪৬,৯৯৯ টাকায় কেনা যাবে।