Infinix Hot 12 দশ হাজার টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও Helio G37 প্রসেসর সহ লঞ্চ হল
Infinix Hot 12 আজ ১৭ আগস্ট ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কম। বাজেট রেঞ্জে আসা এই ফোনে...Infinix Hot 12 আজ ১৭ আগস্ট ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কম। বাজেট রেঞ্জে আসা এই ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। আবার Infinix Hot 12 ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ও ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। ফিচারের নিরিখে এটি Redmi, Realme- এর ১০ হাজার টাকার রেঞ্জের ফোনের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। আসুন Infinix Hot 12 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স হট ১২ ভারতে দাম (Infinix Hot 12 Price in India, Sale Date)
ইনফিনিক্স হট ১২ ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৪৯৯ টাকা। এটি ৭ ডিগ্রি পার্পেল, এক্সপ্লোরেটরি ব্লু, পোলার ব্ল্যাক ও টার্কোয়েস সায়ান কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। আগামী ২৩ আগস্ট থেকে ই-কর্মাস সাইট Flipkart এর মাধ্যমে ফোনটি কেনা যাবে। জানিয়ে রাখি, ইনফিনিক্স হট ১২ ফোনের দাম পরবর্তীতে বাড়ানো হতে পারে।
ইনফিনিক্স হট ১২ স্পেসিফিকেশন (Infinix Hot 12 Specifications)
ডুয়েল সিমের ইনফিনিক্স হট ১২ ফোনে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ৪৬০ নিটস ব্রাইটনেস, ৯০.৬৬ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য ইনফিনিক্স হট ১২ ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে পাওয়া যাবে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট। ফোনটি মাইক্রোএসডি কার্ড স্লট সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য Infinix Hot 12 ফোনের পিছনে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও এআই লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
Infinix Hot 12 ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০ কাস্টম স্কিন দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। Infinix Hot 12 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট।