দাম মাত্র 9 হাজার টাকা, 6000mAh ব্যাটারি ও 7 জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের সেল শুরু

Infinix Hot 20 Play এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার এটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২ টায় ই-কমার্স সাইট…

Infinix Hot 20 Play এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার এটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২ টায় ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটির সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা Infinix Hot 20 Play ফোনের সাথে ব্যাঙ্ক অফারের ফায়দা তুলতে পারবেন। আর ফিচারের কথা বললে, এই বাজেট রেঞ্জের ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট পাওয়া যাবে।

Infinix Hot 20 Play এর দাম ও অফার

ইনফিনিক্স হট ২০ প্লে ফোনের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এতে ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম দেওয়া হয়েছে। ফোনটি রেসিং ব্ল্যাক, অরোরা গ্রিন, ফ্যান্টাসি পার্পল এবং লুনা ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

লঞ্চ অফারের কথা বললে, ফেডারাল ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহারকারীরা এই ফোনের উপর ১০ শতাংশ ছাড় পাবে। আবার ইউপিআই ট্র্যানজ্যাকশনে মিলবে ৩০০ টাকা ডিসকাউন্ট। শুধু তাই নয়, ৫০০ ফ্লিপকার্ট সুপারকয়েন ইনফিনিক্স হট ২০ প্লে কেনার সময় ব্যবহার করা যাবে।

Infinix Hot 20 Play এর ফিচার ও স্পেসিফিকেশন

ইনফিনিক্সের এই ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮২-ইঞ্চির এইচডি প্লাস (১৬৪০x৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার পিছনে কোয়াড-LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান, এই ক্যামেরাগুলি হল ১৩-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স।

এছাড়া Infinix Hot 20 Play স্মার্টফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০ ৬.০ (XOS 10 6.0) কাস্টম স্কিন ও ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনটি এয়ারস্পেস-গ্রেড কুলিং ম্যাটেরিয়াল, ডার-লিংক ইঞ্জিন ২.০, লিংকপ্লাস ১.০, এবং এরডাল ইঞ্জিন ৩.০ সহ এসেছে।