একবার চার্জে চলবে দীর্ঘক্ষণ, Infinix Hot 20 Play লঞ্চ হল ৬০০০ এমএএইচ ব্যাটারি ও বড় ডিসপ্লের সাথে

Infinix Hot 20 Play আজ লঞ্চ হল। এর আগে এই সিরিজে Infinix Hot 20, Hot 20i, ও Hot 20s ফোন তিনটি বাজারে এসেছিল। নয়া এই...
Julai Modal 23 Oct 2022 11:29 PM IST

Infinix Hot 20 Play আজ লঞ্চ হল। এর আগে এই সিরিজে Infinix Hot 20, Hot 20i, ও Hot 20s ফোন তিনটি বাজারে এসেছিল। নয়া এই ফোনে আছে পাঞ্চ হোল ডিজাইনের সাথে এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া Infinix Hot 20 Play ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি সিরিজের প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এটি ফেস আনলক ফিচার সহ এসেছে। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 20 Play এর দাম ও লভ্যতা

ইনফিনিক্স হট ২০ প্লে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। তবে এদের দাম এখনও জানানো হয়নি। ফোনটি রেসিং ব্ল্যাক, লুনা ব্লু, অরোরা গ্রিন এবং ফ্যান্টাসি পার্পল কালারে পাওয়া যাবে।

Infinix Hot 20 Play এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ২০ প্লে ফোনে আছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (১৬৪০ x ৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এক্সওএস কাস্টম স্কিনে রান করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Infinix Hot 20 Play ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এতে দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ২০৯.৬ গ্রাম।

Show Full Article
Next Story