সস্তায় 16 জিবি র‌্যামের সাথে আসছে Infinix Hot 30i, ছবি সহ ফিচার ফাঁস

আগামী ২৭শে মার্চ ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Infinix Hot 30i ৷ তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে ইতিমধ্যেই...
SUMAN 13 March 2023 11:43 PM IST

আগামী ২৭শে মার্চ ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Infinix Hot 30i ৷ তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে ইতিমধ্যেই স্মার্টফোনটির কয়েকটি লাইভ ইমেজ ফাঁস হয়েছে। যার দৌলতে আমরা এর কালার বিকল্প এবং ডিজাইন সম্পর্কে ধারণ পেয়েছি। আর আজ আবার এই হ্যান্ডসেটের আরও একটি হ্যান্ডস-অন ইমেজ প্রকাশ্যে এসেছে। যেখানে ফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেল স্পষ্টত দৃশ্যমান। পাশাপাশি Infinix Hot 30i -কে একটি নতুন কালার ভ্যারিয়েন্টেও দেখা গেছে।

Infinix Hot 30i স্মার্টফোনের নতুন হ্যান্ডস-অন ইমেজ ফাঁস হল অনলাইনে

আপকামিং ইনফিনিক্স হট ৩০আই স্মার্টফোনের ছবি অনলাইনে ফাঁস করেছেন টিপস্টার পারাস গুগলানি (Paras Guglani)। তার শেয়ার করা ছবিতে উক্ত মডেলটিকে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে দেখা গেছে। আর এই বিকল্পটির ব্যাক প্যানেলে ডায়মন্ড-লাইক প্যাটার্ন লক্ষ্যণীয়। যার অর্থ, এই নয়া কালার অপশনকে হয়তো ব্ল্যাক ডায়মন্ড এডিশন নাম দেওয়া হবে। এমনটা অনুমানের কারণ, পূর্ববর্তী একটি রিপোর্টে ফোনটির হোয়াইট কালার ভ্যারিয়েন্টকে অনুরূপ ডিজাইন সহ দেখে গেছে, যার নাম ডায়মন্ড হোয়াইট এডিশন বলে নিশ্চিত করা হয়েছে। যাইহোক, এই মডেলটি প্রিমিয়াম গ্লাস-লাইক ফিনিশিং সহ আসতে পারে বলে জানা যাচ্ছে।

সদ্য লিক হওয়া ছবিতে, Infinix Hot 30i স্মার্টফোনের ব্যাক প্যানেলে দুটি বড় কাটআউট যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা গেছে। যার একটি কাটআউটের মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং আরেকটিতে সেকেন্ডারি লেন্স বিদ্যমান থাকবে। আর মডিউলের ঠিক পাশেই আরেকটি ছোট কাটআউট রয়েছে, যার মধ্যে LED ফ্ল্যাশ লাইট অবস্থিত। আলোচ্য ফোনটির ফ্রন্ট প্যানেলের ছবিও সামনে নিয়ে এসেছেন টিপস্টার। যেখানে ডিভাইসটিকে পুরু বেজেল পরিবেষ্টিত ডিসপ্লের সাথে দেখা গেছে। আর ডিসপ্লের উপরি ভাগে সেলফি সেন্সরের জন্য একটি নচ বর্তমান। পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইনফিনিক্স হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬-ইঞ্চির IPS ফ্লাট ডিসপ্লে থাকবে।

প্রসঙ্গত, Infinix ইতিমধ্যেই তাদের আসন্ন Hot 30i স্মার্টফোনের জন্য একটি অফিসিয়াল ল্যান্ডিং পেজ লাইভ করে দিয়েছে। লিস্টিং অনুসারে, আলোচ্য ডিভাইস ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, সর্বাধিক ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম অফার করবে। এছাড়া এতে - মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অন্তর্ভুক্ত থাকতে পারে।

আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, Infinix Hot 30 সিরিজের অধীনে আরো দুটি মডেল আত্মপ্রকাশ করবে, যথা - Hot 30 এবং Hot 30 Play। এছাড়া সংস্থাটি Infinix Note 30 VIP নামের আরেকটি নয়া স্মার্টফোনের উপর এই মুহূর্তে কাজ করছে বলে জানা গেছে।

Show Full Article
Next Story