Infinix Hot 30i: খুবই সস্তায় ব্লকবাস্টার ফোন আনছে ইনফিনিক্স, লঞ্চ সোমবারে, ফিচার দেখে নিন

বেশ কিছু মাস ধরেই ইনফিনিক্সের Hot-সিরিজের অন্তর্ভুক্ত Hot 30i নিয়ে জল্পনা চলছে। চলতি মাসেই স্মার্টফোনটির এক্সক্লুসিভ ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল। আর এখন সংস্থার তরফে ভারতে…

বেশ কিছু মাস ধরেই ইনফিনিক্সের Hot-সিরিজের অন্তর্ভুক্ত Hot 30i নিয়ে জল্পনা চলছে। চলতি মাসেই স্মার্টফোনটির এক্সক্লুসিভ ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল। আর এখন সংস্থার তরফে ভারতে ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এছাড়াও Infinix Hot 30i ফ্লিপকার্টে কেনার জন্য উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ই-কমার্স সাইটে লাইভ হওয়া একটি ল্যান্ডিং পেজ থেকে কিছু ফিচারও সামনে এসেছে৷

Infinix Hot 30i আগামী সপ্তাহেই আসছে ভারতের বাজারে

নতুন ইনফিনিক্স হট ৩০আই আগামী ২৭ মার্চ, সোমবার ভারতে লঞ্চ হবে। লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি ফ্লিপকার্টে ফোনটির একটি মাইক্রোসাইটও তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী, হট ৩০আই-তে বক্সি ফর্ম ফ্যাক্টর দেখা যাবে। এই ইনফিনিক্স ফোনটির রিয়ার প্যানেলে একটি জ্যামিতিক ডায়মন্ড প্যাটার্ন ডিজাইন থাকবে এবং এতে একটি এলইডি ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরার রিং অবস্থান করবে।

ডিভাইসটি ওয়াটারড্রপ নচ এবং এইচডি+ রেজোলিউশন সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। মাইক্রোসাইটে উল্লেখ করা হয়েছে যে, ইনফিনিক্স হট ৩০আই-তে ১৬ জিবি র‍্যাম পাওয়া যাবে, তবে তা ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম ধরে হিসাব করা৷

Infinix Hot 30i-এর দাম ১০,০০০ টাকার মধ্যেই থাকবে বলেই শোনা যাচ্ছে। ইনফিনিক্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বিকল্পে উপলব্ধ হবে। নিরাপত্তার জন্য, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে।

Infinix Hot 30i কালো, সাদা, ও নীল রঙের মধ্যে পছন্দের অপশনে বেছে নেওয়া যাবে। আপাতত, ফোনটির বিষয়ে এই তথ্যগুলিই প্রকাশ্যে এসেছে। তবে আশা করা যায়, লঞ্চ ইভেন্টের আগে Infinix Hot 30i-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলির সম্পর্কেও জানা যাবে।