কম দামের Infinix Hot 30i ভারতে লঞ্চ হল, 16 জিবি র‌্যাম সহ রয়েছে 5000mAh ব্যাটারি

Infinix Hot 30i Launched: ইনফিনিক্স আজ সোমবার (২৭ মার্চ, ২০২৩) ভারতে তাদের নতুন হট-সিরিজের স্মার্টফোন লঞ্চ করল।...
Julai Modal 27 March 2023 1:33 PM IST

Infinix Hot 30i Launched: ইনফিনিক্স আজ সোমবার (২৭ মার্চ, ২০২৩) ভারতে তাদের নতুন হট-সিরিজের স্মার্টফোন লঞ্চ করল। ইনফিনিক্স হট ৩০আই নামের এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি‌। আর এর দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। নতুন Infinix Hot 30i স্মার্টফোনে আরও পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, ৯০ হার্জ রিফ্রেশ রেট। আসুন ইনফিনিক্সের এই নতুন ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 30i Price in India, Sale Date

ইনফিনিক্স হট ৩০আই এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আগামী ৩ এপ্রিল থেকে এর সেল শুরু হবে। আর আজ রাত পর্যন্ত ইনফিনিক্স হট ৩০আই প্রি-অর্ডার করা যাবে।

Infinix Hot 30i Specifications

ইনফিনিক্স হট ৩০আই ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি (১৬১২×৭২০ পিক্সেল) এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে পান্ডা গ্লাস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ ১২এনএম প্রসেসর। গ্রাফিক্সের জন্য হ্যান্ডসেটটিতে আইএমজি পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ উপলব্ধ।

ইনফিনিক্স হট ৩০আই ফোনে ডুয়াল সিম সাপোর্ট করবে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে চলবে।

Infinix Hot 30i ডিভাইসে এলইডি ফ্ল্যাশ সহ রয়েছে অ্যাপারচার এফ/১.৬ সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর এবং এআই সেন্সরসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনটিতে ডুয়েল এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। ইনফিনিক্সের এই হ্যান্ডসেটে নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল ফোরজি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি অডিও জ্যাক। ফোনটির ডাইমেনশন ১৬৪×৭৫.৭৫×৮.৪ মিমি এবং ওজন ১৯১ গ্রাম।

Show Full Article
Next Story