8 হাজারের কমে 16GB র‍্যাম ও 50MP ক্যামেরা, পয়লা বৈশাখে এই Smartphone বাড়ির বয়স্কদের গিফ্ট দিন

এখনকার সময়ে বাজেট রেঞ্জে ভালো স্মার্টফোন কেনাটা কোনো চাপের ব্যাপার তো নয়ই, বরঞ্চ বাজারে কম দামে এত ভালো ভালো ফোনের...
Anwesha Nandi 5 April 2024 11:09 AM IST

এখনকার সময়ে বাজেট রেঞ্জে ভালো স্মার্টফোন কেনাটা কোনো চাপের ব্যাপার তো নয়ই, বরঞ্চ বাজারে কম দামে এত ভালো ভালো ফোনের সম্ভার আছে যেখান থেকে নিজের জন্য সেরা মডেলটি বেছে নেওয়াটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে নিজের জন্য বা অন্য কোনো প্রয়োজনে এমনই দামে কম মানে ভালো মোবাইল কিনতে চান, তাহলে আপনার জন্য সঠিক বিকল্প হবে Infinix Hot 30i। কেননা এই ফোনে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা থেকে শুরু করে 16GB র‍্যাম ও আরও নানা কাজের ফিচার আছে। আর এমনিতে মূল্য 10 হাজার টাকার কম হলেও, এখন Infinix Hot 30i স্মার্টফোনটি Flipkart-এর অফারে 8 হাজার টাকায় বা তার চেয়েও সস্তায় কেনার সুযোগ মিলছে।

দারুণ ছাড়ে পাওয়া যাচ্ছে Infinix Hot 30i, দেখুন দাম

ইনফিনিক্স হট 30আই হ্যান্ডসেটটির 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম এমনিতে 8,999 টাকা, তবে ফ্লিপকার্টে এখন এটি 8,499 টাকায় তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে ফোনটি অর্ডার করার সময় নির্বাচিত ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়াও, এই ফোন কেনার সময় পুরোনো কোনো স্মার্টফোন বদলে নিলে পাবেন 7,649 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। তবে এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে যে ফোন এক্সচেঞ্জ করতে চান তার বর্তমান অবস্থা, ব্র্যান্ড, মডেল, এরিয়া পিন কোড, কোম্পানি পলিসি ইত্যাদির ওপর।

Infinix Hot 30i-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট 30আই ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি37 প্রসেসর, যার সাথে আছে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে 8 জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধাও বর্তমান, যেখানে এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করে স্টোরেজ 1 টিবি অবধি বাড়ানো যাবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য এটি 10 ওয়াট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য মিলবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম।

Show Full Article
Next Story