সামনে 108MP, পিছনে 32MP, সস্তায় দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির Infinix Hot 40 সিরিজ
বাজেট স্মার্টফোন সেগমেন্টে ঝড় তুলতে লঞ্চ হয়ে গেল Infinix Hot 40 সিরিজ। এই লাইনআপে তিনটি মডেল এনেছে সংস্থা – Infinix Hot...বাজেট স্মার্টফোন সেগমেন্টে ঝড় তুলতে লঞ্চ হয়ে গেল Infinix Hot 40 সিরিজ। এই লাইনআপে তিনটি মডেল এনেছে সংস্থা – Infinix Hot 40i, Infinix Hot 40 এবং Infinix 40 Pro। প্রতিটি স্মার্টফোনই সাশ্রয়ী মূল্যে সুন্দর স্পেসিফিকেশন অফার করে। Infinix Hot 40i-তে Unisoc T606 চিপসেট রয়েছে, আর Infinix Hot 40 এবং Infinix 40 Pro যথাক্রমে MediaTek Helio G88 এবং MediaTek Helio G99 প্রসেসরের সঙ্গে বাজারে এসেছে। এছাড়া, Infinix Hot 40 সিরিজ এলসিডি ডিসপ্লে, ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন ফোন তিনটির দাম সহ খুঁটিনাটি জেনে নিই।
Infinix Hot 40 Pro: স্পেসিফিকেশন
ইনফিনিক্স হট ৪০ প্রো-এ ৬.৭৮ ইঞ্চির এলসিডি ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট ব্রাইটনেস অফার করে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার হয়েছে, যা ৪ জিবি/৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ অফার করে। মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ফোনের স্টোরেজও সম্প্রসারণ করা যায়।
ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স হট ৪০ প্রো-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং এআই (AI) লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে পিল-আকৃতির নচের ভিতরে একটি ফ্রন্ট ডুয়েল ফ্ল্যাশ সহ একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এম্বেড করা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 40 Pro-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য, ফোনটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩.৫ (XOS 13.5) কাস্টম স্কিনে রান করে। ইউজার ইন্টারফেসের সাথে ম্যাজিক রিং ফিচারটিও যুক্ত রয়েছে। ফোনটিকে স্টারলিট ব্ল্যাক, পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারফল গ্রিন - এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে।
Infinix Hot 40: স্পেসিফিকেশন
Infinix Hot 40-এ ৯০ হার্টজ ৬.৭৮ ইঞ্চির এলসিডি ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ১,০৮০×২,৪৬০ পিক্সেলের রেজোলিউশন, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এই ফোনটি MediaTek Helio G88 চিপসেট প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৪ জিবি/৮ জিবি এলপিডিডিআর৪ র্যাম, ৮ জিবি অব্দি ভার্চুয়াল র্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি ইএমএমসি স্টোরেজ মিলবে। Infinix Hot 40-তে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, Infinix Hot 40-এর পিছনে কোয়াড ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 40-এ ৫,০০০ এম এএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
নিরাপত্তার জন্য, এই ফোনেও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। Infinix Hot 40 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩.৫ (XOS 13.5) ইউজার ইন্টারফেসে রান করে এবং এর ডিসপ্লে নচে পিল-আকৃতির ম্যাজিক রিং ফিচারটি রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি স্টারলিট ব্ল্যাক, পাম ব্লু, হরাইজন গোল্ড বা স্টারফল গ্রিন চারটি কালার অপশনে উপলব্ধ।
Infinix Hot 40i: স্পেসিফিকেশন
Infinix Hot 40i-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা ৭২০×১,৬১২ পিক্সেল রেজোলিউশন এবং ৪৮০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি ৪ জিবি/৮ জিবি এলপিডিডিআর৪ র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ সহ Unisoc T606 প্রসেসর দ্বারা চালিত। এই ফোনটিও মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে প্রসারণযোগ্য স্টোরেজ অফার করে।
ফটোগ্রাফির জন্য, Infinix Hot 40i-এ কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের সিঙ্গেল-রিয়ার ক্যামেরা এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 40i-তে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য, Infinix Hot 40i-এ সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। এটি স্টারলিট ব্ল্যাক, পাম ব্লু, হরাইজন গোল্ড বা স্টারফল গ্রিন-এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে।
উল্লেখ্য, Infinix Hot 40i, Infinix Hot 40 এবং Infinix 40 Pro - এই তিনটি স্মার্টফোনের দামই ২০০ ডলার (প্রায় ১৬,৬৭৫ টাকা)-এর নীচে থাকবে বলে জানা গেছে। তবে Infinix Hot 40 সিরিজ কোন দেশে কবে থেকে কেনার জন্য উপলব্ধ হবে, যে সম্পর্কে এখনও কিছু ঘোষণা হয়নি।