256 জিবি স্টোরেজের সবচেয়ে সস্তা ফোন Infinix Hot 40i ভারতে আসছে
Infinix খুব শীঘ্রই ভারতে একটি নয়া স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন মডেলটি বাজেট রেঞ্জের অধীনে আসবে এবং এর নাম Infinix...Infinix খুব শীঘ্রই ভারতে একটি নয়া স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন মডেলটি বাজেট রেঞ্জের অধীনে আসবে এবং এর নাম Infinix Hot 40i রাখা হবে। হালফিলে ডিভাইসটির সম্ভাব্য লঞ্চের টাইমলাইন এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, এই ফোন ফেব্রুয়ারি মাসের শুরুতে এদেশে মুক্তি পাবে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনো এই বিষয়ক কোনো তথ্য সামনে নিয়ে আসা হয়নি…
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরের শেষে এই মডেলটি সৌদি আরবে আত্মপ্রকাশ করে। তারপর ডিসেম্বর মাসে সংস্থাটি Infinix Hot 40 সিরিজের অন্যান্য ভ্যারিয়েন্টগুলির ঘোষণা করেছিল। এবার ভারতের পালা…
Infinix Hot 40i স্মার্টফোনের ভারতীয় লঞ্চের টাইমলাইন এলো প্রকাশ্যে
আসন্ন ইনফিনিক্স হট ৪০আই ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হবে। এক্ষেত্রে দাবি করা হচ্ছে, ভারতে ২৫৬ জিবি স্টোরেজের সাথে উপলব্ধ হ্যান্ডসেটগুলির মধ্যে সবথেকে সস্তা মডেল হবে এটি। জানিয়ে রাখি, ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল সংস্করণটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অফার করে। এদিকে রিপোর্ট অনুসারে, এই ডিভাইসে অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করবে। এটি লঞ্চ-পরবর্তী সময়ে সম্ভবত ই-কমার্স সাইট ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে বিক্রি হবে।
জানা গেছে, Infinix Hot 40i স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের প্রায় যাবতীয় স্পেসিফিকেশন গ্লোবাল সংস্করণের অনুরূপ হবে। নিচে সম্ভাব্য ফিচার তালিকা দেওয়া হল…
Infinix Hot 40i এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ডিসপ্লে: ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১৬১২ পিক্সেল) পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) কাটআউট ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর: ইউনিসক টি৬০৬ প্রসেসর এবং এআরএম মালি জি৫৭ এমপি১ জিপিইউ থাকবে।
র্যাম এবং স্টোরেজ: ৮ জিবি পর্যন্ত LPDDR4 র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।
রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৬) এবং একটি সেকেন্ডারি AI লেন্স।
ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার (অ্যাপারচার : এফ/২.২)।
কানেক্টিভিটি বিকল্প: ডুয়াল-সিম স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ, ৪জি, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক।
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সিকিউরিটি ফিচার: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পরিমাপ এবং ওজন: ১৬৩.৫৯x৭৫.৯x৮.৩ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।
কালার বিকল্প: পাম ব্লু, হরাইজন গোল্ড, স্টারলিট ব্ল্যাক, স্টারফল গ্রিন।