বাজেটের মধ্যে লঞ্চ হল Infinix Hot 50 4G, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে বড় ব্যাটারি
Infinix Hot 50 5G-র পর এবার এর 4G ভার্সন Infinix Hot 50 4G আজ বেশকিছু মার্কেটে লঞ্চ হল। নয়া এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি…
Infinix Hot 50 5G-র পর এবার এর 4G ভার্সন Infinix Hot 50 4G আজ বেশকিছু মার্কেটে লঞ্চ হল। নয়া এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া Infinix Hot 50 4G একাধিক এআই ফিচার সহ এসেছে, যেমন - এআই ওয়ালপেপার, এআই কাটআউট, এআই ভয়েস ক্যাপচার।
Infinix Hot 50 4G এর প্রাইস বা দাম
ইনফিনিক্স হট ৫০ ৪জি এর দাম শুরু হয়েছে প্রায় ১৩,৮০০ টাকা থেকে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি স্লিক ব্ল্যাক, সাগা গ্রীন ও টাইটেনিয়াম গ্রে কালারে এসেছে।
Infinix Hot 50 4G স্পেসিফিকেশন ও ফিচার
ইনফিনিক্স হট ৫০ ৪জি এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৮০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি জি১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 50 4G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪.৫ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরায় রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Infinix Hot 50 5G-র পর এবার এর 4G ভার্সন Infinix Hot 50 4G আজ বেশকিছু মার্কেটে লঞ্চ হল। নয়া এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি…