Infinix Hot 50 series: চারটি নতুন কালারে আসছে ইনফিনিক্সের স্মার্টফোন, ভারতে দাম শুরু 9999 টাকা থেকে
ভারতে ইনফিনিক্স 50 5G এর 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে 8GB+128GB ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 10,999 টাকা।
Infinix Hot 50 সিরিজের স্মার্টফোনগুলি ইতিমধ্যেই বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। যেমন সেপ্টেম্বরে ভারতে Infinix Hot 50 5G এসেছে। আবার অক্টোবরে আফ্রিকার কয়েকটি বাজারে পা রাখে Infinix Hot 50i। আবার এই বছরের শুরুতে Infinix Hot 50 Pro এবং Infinix Hot 50 Pro+ হ্যান্ডসেটও লঞ্চ হয়েছে। আর এখন ব্র্যান্ডটি ঘোষণা করেছে যে ইনফিনিক্স হট 50 সিরিজের স্মার্টফোনগুলি এবার নতুন কালার অপশনে পাওয়া যাবে। উল্লেখ্য ভারতে ইনফিনিক্স হট 50 5G এর দাম 9,999 টাকা।
নতুন রঙে আসছে Infinix Hot 50 সিরিজের ফোন
কোম্পানি তাদের এক্স পোস্টে জানিয়েছে, ইনফিনিক্স হট 50 সিরিজের স্মার্টফোনগুলি নতুন কালার অপশনে এবার কেনা যাবে। এই চারটি নতুন কালার অপশন হল - অরোরা গ্রিন, ব্লসম পিঙ্ক, ড্রিমি পার্পল এবং রাইজিং রেড।
সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে ইনফিনিক্স হট 50 প্রো+ মডেল ন্যানোফ্লেক্স ফাইবার লেদার ফিনিশ সহ অরোরা গ্রিন, ব্লসম পিঙ্ক এবং রাইজিং রেড শেডে পাওয়া যাবে। আর ইনফিনিক্স হট 50i নতুন ড্রিমি পার্পল অপশনে আসবে।
🎉 New Year, New Hot, New Luck! 🌟
— Infinix Mobile (@Infinix_Mobile) December 12, 2024
Introducing the HOT 50 Series stunning new colors: Blossom Pink, Rising Red, Aurora Green and Dreamy Purple – the perfect way to start 2025!
✨ Choose your color and step into the new year with style and luck.#InfinixHOT50SERIES #NewHOTNewLuck pic.twitter.com/YfrJlPin83
এছাড়াও ইনফিনিক্স হট 50 প্রো এবং হট 50 ব্লসম পিঙ্ক এবং ড্রিমি পার্পল অপশনে ডুয়ালস্কেপ গ্লাস ব্যাক প্যানেলের সাথে পাওয়া যাবে। ইনফিনিক্স হট 50 5G ন্যানোফ্লেক্স ফাইবার লেদার ফিনিশ সহ ড্রিমি পার্পল কালারে আসবে।
ভারতে দাম
ভারতে ইনফিনিক্স 50 5G এর 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে 8GB+128GB ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 10,999 টাকা। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। আবার এতে আইপি 54-রেটেড বডি বিল্ড আছে, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধ করবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ভারতে ইনফিনিক্স 50 5G এর 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে 8GB+128GB ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 10,999 টাকা।