5000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার এই Infinix ফোন মিলছে 10 হাজারে, অফার কাল শেষ

আপনি কি এখন বাজেট রেঞ্জে স্মার্টফোন কিনতে চান? এদিকে আপনার চাই বড় ব্যাটারি, ভালো ক্যামেরার মতো গাদাগুচ্ছের ফিচার ? তাহলে...
Anwesha Nandi 30 March 2024 3:16 PM IST

আপনি কি এখন বাজেট রেঞ্জে স্মার্টফোন কিনতে চান? এদিকে আপনার চাই বড় ব্যাটারি, ভালো ক্যামেরার মতো গাদাগুচ্ছের ফিচার ? তাহলে Flipkart Month End Mobile Fest থেকে ঝটপট অর্ডার করে ফেলুন Infinix Note 12 Turbo। এই ফোনটি সেলে বিশাল অফারে কার্যত 10 হাজার টাকায় কেনার সুযোগ মিলছে, আর এতে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, AMOLED ডিসপ্লে ইত্যাদি কাজের ফিচার আছে – এমনকি স্মার্টফোনটি বাজারে Samsung Galaxy F23, Redmi Note 11-র মতো মডেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। চলুন, এখন আর বেশি কথা না বলে একনজরে Infinix Note 12 Turbo ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশনসমূহ দেখে নেওয়া যাক, কেননা আগামীকালই Flipkart Sale শেষ হচ্ছে।

Infinix Note 12 Turbo ফোনে দারুণ ছাড় পাওয়া যাচ্ছে

ইনফিনিক্স নোট 12 টার্বো-র 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির এমআরপি (MRP) 19,999 টাকা, যদিও ভারতে এটি 14,999 টাকায় লঞ্চ হয়েছিল। আবার এখন ফ্লিপকার্ট মান্থ এন্ড ফেস্ট সেলে ফোনটি 2,000 টাকা ছাড়ে 12,999 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক থেকে শুরু করে 1,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

উপরন্তু, এই ফোনটি কেনার সময় পুরোনো হ্যান্ডসেট বদলে নিলে পাবেন 11,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। তবে এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে কোম্পানি পলিসির ওপর।

Infinix Note 12 Turbo-এর স্পেসিফিকেশন

বাজেট রেঞ্জের ইনফিনিক্স নোট 12 টার্বো ফোনটিতে 60 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন 1080×2400 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা গরিলা গ্লাস 3 লেয়ার প্রোটেকশন বহন করে। এদিকে পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি96 প্রসেসর, যার সাথে আছে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। আর ফটোগ্রাফির জন্য এটিতে পাবেন 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম।

Show Full Article
Next Story