Infinix Note 12 VIP দুর্ধর্ষ 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 120W চার্জিং সহ লঞ্চ হল, সাথে এল Note 12 G96
গত মাসেই Infinix Note 12 এবং Note 12i লঞ্চের পর ইনফিনিক্স এবার Note 12 সিরিজের অধীনে Infinix Note 12 VIP এবং Note 12...গত মাসেই Infinix Note 12 এবং Note 12i লঞ্চের পর ইনফিনিক্স এবার Note 12 সিরিজের অধীনে Infinix Note 12 VIP এবং Note 12 (G96) নামে আরও দুটি নতুন হ্যান্ডসেট বাজারে উন্মোচন করল। তার মধ্যে Note 12 VIP মডেলটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করে। অন্যদিকে, Infinix Note 12 (G96) অ্যামোলেড ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ বাজারে পা রেখেছে। চলুন উভয় ডিভাইসের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সংক্রান্ত সমস্ত তথ্যগুলি জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স নোট ১২ ভিআইপি এবং ইনফিনিক্স নোট ১২ (জি৯৬)-এর মূল্য এবং লভ্যতা (Infinix Note 12 VIP and Infinix Note 12 G96 Price and Availability)
ইনফিনিক্স নোট ১২ ভিআইপি-এর দাম রাখা হয়েছে ৩০০ ডলার (প্রায় ২৩,৩০০ টাকা) এবং এই ডিভাইসটি কাইয়েন গ্রে এবং ফোর্স ব্ল্যাক- এই দুটি কালার অপশনে বাজারে উপলব্ধ। অন্যদিকে, ইনফিনিক্স নোট ১২ (জি৯৬)-এর মূল্য ২০০ ডলার (প্রায় ১৫,৫৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এই হ্যান্ডসেটটি স্যাফায়ার ব্লু, স্নোফল (সাদা), এবং ফোর্স ব্ল্যাক- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।
ইনফিনিক্স নোট ১২ ভিআইপি-এর স্পেসিফিকেশন এবং ফিচার`(Infinix Note 12 VIP Specifications and Features)
ইনফিনিক্স নোট ১২ ভিআইপি-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৯৩.১ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও,১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১০-বিট কালার অফার করে। এছাড়াও ইনফিনিক্স দাবি করেছে যে, এই স্ক্রিনে ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট সাপোর্ট করবে। নোট ১২ ভিআইপি মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৮ জিবি র্যাম পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০.৬ (XOS 10.6) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Infinix Note 12 VIP-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, একটি এআই লেন্স, একটি লেজার অটোফোকাস সিস্টেম এবং কোয়াড-এলইডি ফ্ল্যাশ ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 12 VIP-এ ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট হাইপার চার্জ প্রযুক্তি সাপোর্ট করে। এই হ্যান্ডসেট শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে মাত্র ১৭ মিনিট সময় লাগে। আবার ১০ মিনিটের ফাস্ট চার্জিংয়ের সাহায্যে এই ডিভাইসে ৬ ঘন্টা পর্যন্ত গেমিং এবং ইউটিউবে ৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা সম্ভব৷
ইনফিনিক্স জানিয়েছে যে, Note 12 VIP এবং এর চার্জারটি ১০৩টি সেফটি ফিচারের সাথে এসেছে এবং ডিভাইসের ভিতরে ১৮টি তাপমাত্রা সেন্সর রয়েছে। এমনকি ৮০০টি চার্জ সাইকেলের পরেও, এর ব্যাটারি তার ক্ষমতার ৮৫ শতাংশ ধরে রাখতে সক্ষম হবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। এছাড়াও, Infinix Note 12 VIP-তে হিট ডিসিপেশনের জন্য ৯টি গ্রাফিনের স্তর এবং একটি ভেপার চেম্বারও মিলবে।
ইনফিনিক্স নোট ১২ (জি৯৬)-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Infinix Note 12 (G96) Specifications and Features)
ইনফিনিক্স নোট ১২ (জি৯৬), নোট ১২ এর মতো প্রায় একই রকম স্পেসিফিকেশনের সাথে এসেছে। যেমন- এই নতুন ইনফিনিক্স হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ১০-বিট কালার এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। তবে এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট দ্বারা চালিত, যেখানে রেগুলার মডেলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসরটি। ইনফিনিক্স নোট ১২ (জি৯৬) ৮ জিবি র্যাম অফার করে।
ক্যামেরার ক্ষেত্রে, Note 12 (G96)-এর রিয়ার-ফেসিং ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আবার ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 12 (G96) শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হিট ডিসিপেশনের জন্য, এই নয়া ইনফিনিক্স ডিভাইসে গ্রাফিনের দশটি স্তর রয়েছে, তবে এতে ভেপার চেম্বারটি অনুপস্থিত।
উল্লেখ্য, Infinix Note 12 VIP এবং Note 12 (G96) উভয় মডেলই ডিটিএস সাপোর্ট সহ ডুয়েল স্পিকার এবং ৫ জিবি এক্সটেন্ডেড র্যাম অফার করে। ভিআইপি মডেলে ডুয়েল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর মিলবে। সর্বোপরি, Note 12 (G96) ৭.৮ মিলিমিটার স্লিম এবং Note 12 VIP ৭.৮৯ মিলিমিটার পুরু।