Infinix Note 30 5G ভারতে লঞ্চ হল, 16 জিবি র‌্যাম সহ রয়েছে 108MP ক্যামেরা, দাম অনেক কম

Infinix আজ ভারতে তাদের লেটেস্ট 5G স্মার্টফোন Infinix Note 30 5G লঞ্চ করল। বাজেট সেগমেন্টের এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা থেকে...
techgup 14 Jun 2023 2:04 PM IST

Infinix আজ ভারতে তাদের লেটেস্ট 5G স্মার্টফোন Infinix Note 30 5G লঞ্চ করল। বাজেট সেগমেন্টের এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। নতুন এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

ইনফিনিক্স আজ একটি অনলাইন ইভেন্টে তাদের নতুন এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। সংস্থার তরফে বলা হয়েছে ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা এবং ব্যাটারি, Infinix Note 30 5G ফোনের কোনো বিভাগেই আপস করা হয়নি। তাই এটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে।

ইনফিনিক্স নোট ৩০ ৫জি এর দাম (Infinix Note 30 5G Price in India)

ভারতে ইনফিনিক্স নোট ৩০ ৫জি-র ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৫,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসাবে, ইনফিনিক্স নোট ৩০ ৫জি-র প্রথম সেলে উভয় ভ্যারিয়েন্টের উপর কুপন সহ ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। ম্যাজিক ব্ল্যাক, সানসেট গোল্ড এবং ইন্টারস্টেলার ব্লু কালারের মধ্যে এটি বেছে নেওয়া যাবে। ফ্লিপকার্টে ২২ জুন থেকে এই ফোনের সেল শুরু হবে।

Infinix Note 30 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Infinix Note 30 5G ডিভাইসে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস এলটিপিএস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং আই-কেয়ার মোড অফার করবে। আবার এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর এবং এক ডজনেরও বেশি ৫জি ব্যান্ড সমর্থন রয়েছে। আর ফোনটি মোট ১৬ জিবি পর্যন্ত র‌্যাম সহ এসেছে, যার মধ্যে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম। আর Infinix Note 30 5G ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে, ইনফিনিক্স নোট ৩০ ৫জি-র রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এতে জেবিএল টিউন ডুয়েল স্পিকার উপস্থিত। আর আইপি৫৩ রেটিং সহ আসা এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story