ফোনে প্রথমবার JBL সাউন্ড সহ ChapGPT ফিচার, Infinix Note 30 5G কবে ভারতে লঞ্চ হচ্ছে
গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে টিজার রিলিজ করার পর অবশেষে আজ (৯ই জুন) Infinix আনুষ্ঠানিকভাবে তাদের আপকামিং স্মার্টফোন...গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে টিজার রিলিজ করার পর অবশেষে আজ (৯ই জুন) Infinix আনুষ্ঠানিকভাবে তাদের আপকামিং স্মার্টফোন Infinix Note 30 5G -এর ভারতে লঞ্চের তারিখ নিশ্চিত করল। সংস্থাটি তাদের আধিকারিক টুইটার হ্যান্ডেলের থেকে জানিয়েছে যে, ভারতে Infinix Note 30 5G ১৪ই জুন লঞ্চ হবে। আর লঞ্চের পর এই হ্যান্ডসেটকে ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে বলেও নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুসারে - Infinix Note 30 5G ফোনটি JBL-পাওয়ারড স্টেরিও স্পিকার সিস্টেম সহ আসতে পারে। আবার এতে ChatGPT এনাবল ভয়েস অ্যাসিস্টেন্টও অ্যাক্সেস করা যাবে বলে আশা করা হচ্ছে।
Capture life's moments in stunning detail with our ultra-high pixel camera. Stay tuned as #InfinixNote305G is launching on 14th June on Flipkart.
— Infinix India (@InfinixIndia) June 8, 2023
Click here to know more: https://t.co/1jcK1oMWHf#ChangetheGame #Note305G pic.twitter.com/03b2dovpVm
Infinix Note 30 5G স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল স্বয়ং সংস্থা
ইনফিনিক্সের এই হ্যান্ডসেটকে ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। তাই আমরা এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে অবগত। এক্ষেত্রে টেক বিশ্লেষকদের অনুমান, আগামী ১৪ই জুন ভারতে আত্মপ্রকাশ করতে চলা ইনফিনিক্স নোট ৩০ ৫জি ভ্যারিয়েন্টের যাবতীয় ফিচার গ্লোবাল মডেলের অনুরূপ হবে। অর্থাৎ ফোনটির ভারতীয় সংস্করণেও - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক অক্টা-কোর ডাইমেনসিটি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। চলুন ভারতে Infinix Note 30 5G স্মার্টফোন কিরকম ফিচারের সাথে আসতে পারে তা জেনে নেওয়া যাক।
Infinix Note 30 5G এর স্পেসিফিকেশন ( সম্ভাব্য)
ইনফিনিক্স নোট ৩০ ৫জি স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪৬০×১০৮০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) দ্বারা চালিত হবে। ফোনটি ৪ জিবি / ৮ জিবি LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি মেমরি সহ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
ক্যামেরা বিভাগের কথা বললে, Infinix Note 30 5G ফোনে - এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি এআই (AI) লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসটির সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। আবার অডিও সিস্টেমের ক্ষেত্রে, এতে JBL এবং Hi-Res সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম পাওয়া হবে। আর নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ভারতে আসন্ন এই ইনফিনিক্স ব্র্যান্ডিং ফোনটির বিকল্পের মধ্যে সামিল থাকবে - ডুয়াল 4G VoLTE, 5G SA/NSA, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিইউ, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে। Infinix Note 30 5G -এর পরিমাপ ১৬৮.৫১×৭৬.৫১×৮.৪৫ মিমি এবং ওজন ২০৪.৭ গ্রাম হবে। ডিভাইসটি IP53 রেটিং সহ আসতে পারে।