Infinix Note 30: ইনফিনিক্স এর নতুন ফোনের প্রসেসরের নাম জানা গেল, ডিসপ্লে নিয়েও বড় তথ্য
ইনফিনিক্স সম্প্রতি বাজেট রেঞ্জে Infinix Hot 30i এর পাশাপাশি এখনও পর্যন্ত স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচেয়ে দ্রুততম ২৬০...ইনফিনিক্স সম্প্রতি বাজেট রেঞ্জে Infinix Hot 30i এর পাশাপাশি এখনও পর্যন্ত স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচেয়ে দ্রুততম ২৬০ ওয়াট চার্জিং সিস্টেম লঞ্চ করে শোরগোল ফেলে দিয়েছিল। এখন শোনা যাচ্ছে, কোম্পানিটি তাদের Note সিরিজের অধীনে Infinix Note 30 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যা গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া Infinix Note 12 (2023)-এর উত্তরসূরি হিসেবে আসবে৷ Note 30 সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন আসতে পারে বলে অনুমান৷ আর এখন স্ট্যান্ডার্ড Infinix Note 30 গুগল প্লে কনসোল (Google Play Console) লিস্টিং থেকে বেশ কিছু তথ্য সামনে এসেছে থেকে বেশ কিছু তথ্য সামনে এসেছে ।
Infinix Note 30-কে দেখা গেল Google Play Console-এর সাইটে
প্রাইসবাবার রিপোর্ট অনুযায়ী, X6833B মডেল নম্বরের সাথে নতুন ইনফিনিক্স নোট ৩০ গুগল প্লে কনসোল (Google Play Console)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। জানা গিয়েছে. ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে। যার সাথে এআরএম মালি জি৫৭ জিপিইউ এবং ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকবে। এছাড়াও, এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ইউআই (XOS UI) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। সূত্র যোগ করেছে, ফোনটিতে ৪৮০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি এবং ১,০৮০×২,৪৬০ পিক্সেলের রেজোলিউশন সহ ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে।
জানিয়ে রাখি, ইনফিনিক্স নোট ৩০-এর পূর্বসূরি Infinix Note 12 (2023)-এ ফুলএইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই মডেলটিও অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত, যার সাথে মালি-জি৫৭ এমপি২ জিপিইউ-টি যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০.৬ (XOS 10.6) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Infinix Note 12 (2023)-এর ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এআই (AI) লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনটির ডিসপ্লের শীর্ষে ওয়াটারড্রপ নচের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Note 12 (2023)-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, ফোনটিতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে৷ এটি ব্লুটুথ এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই সংযোগ সাপোর্ট করে। মার্কিন যুক্তরাষ্ট্রে Infinix Note 12 (2023)-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯৯ ডলার (প্রায় ১৬,৫০০ টাকা)। ফোনটি আলপাইন হোয়াইট, টাস্কানি ব্লু এবং ভলক্যানিক গ্রে কালার অপশনে উপলব্ধ।