JBL স্পিকার, 108MP ক্যামেরা সহ দুর্ধর্ষ সব ফিচার্স নিয়ে লঞ্চ হল Infinix Note 30 সিরিজ

আজ Infinix Note 30 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। এই নয়া লাইনআপে মোট তিনটি হ্যান্ডসেট এসেছে – Infinix Note 30 4G, Note 30 5G,…

আজ Infinix Note 30 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। এই নয়া লাইনআপে মোট তিনটি হ্যান্ডসেট এসেছে – Infinix Note 30 4G, Note 30 5G, এবং Note 30 Pro৷ প্রতিটি মডেলের স্পেসিফিকেশনগুলিও সামনে আনা হয়েছে। যেমন সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামরা, JBL ডুয়াল স্টেরিও স্পিকার, ৮ জিবি এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। আবার এই একই মডেলের 5G ভ্যারিয়েন্টে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ৪৫ ওয়াট চার্জিং সহ বড় ব্যাটারি বর্তমান। এটি আগামী জুন মাসে ভারতে লঞ্চ হবে। তবে ফিচার তালিকা সামনে এলেও, Infinix এখনও মডেলগুলির দাম প্রকাশ করেনি। তবে জানা যাচ্ছে, Note 30 ফোনটির দাম থাকবে ২৩০ ডলার (প্রায় ১৯,০০০ টাকা) এবং অন্য দুটি মডেলের দাম ৩০০ ডলার (প্রায় ২৪,৮০০ টাকা) মূল্যের কম রাখা হতে পারে।

Infinix Note 30 4G -এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ৩০ ৪জি স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ডিভাইসটির সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। আবার পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং একটি এআই (AI) সেন্সর।

পারফরম্যান্সের জন্য Infinix Note 30 4G স্মার্টফোনে হেলিও জি৯৯ চিপসেট আছে। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি জিবি স্টোরেজ সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ প্রি-লোডেড থাকছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট চার্জিং এবং রিভার্স চার্জিং প্রযুক্তি সমর্থন করে৷

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই হ্যান্ডসেটে JBL-চালিত ডুয়াল স্টেরিও স্পিকার, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, NFC এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। এটি তিনটি কালার বিকল্পে উপলব্ধ – ম্যাজিক ব্ল্যাক, ইন্টারস্টেলার ব্লু এবং সানসেট গোল্ড।

Infinix Note 30 5G -এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ৩০ ৫জি স্মার্টফোনের ডিসপ্লে ফিচার, স্টোরেজ বিকল্প, কালার ভ্যারিয়েন্ট সহ আরো বেশ কয়েকটি ফিচার ৪জি ভ্যারিয়েন্টের অনুরূপ। যদিও পার্থক্যও বিদ্যমান থাকছে একাধিক বিভাগে। যেমন ছবি তোলাটা জন্য আলোচ্য ৫জি ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স + একটি এআই (AI) সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে। আবার সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

উন্নত পারফরম্যান্স অফার করার জন্য ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর এবং ৪ জিবি / ৮ জিবি র‍্যাম সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Infinix Note 30 Pro -এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ৩০ প্রো হল একটি ৪জি ডিভাইস। এটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরের সাথে এসেছে। এই ফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে বিদ্যমান, যা ১০-বিট কালার, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। আলোচ্য মডেলে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ দ্বারা চালিত।

তদুপরি, ডিভাইসটি যাতে দীর্ঘসময়ের ব্যবহারেও যাতে উত্তপ্ত হয়ে না পরে তার জন্য ২,০০০ স্কোয়ার মিমি সারফেস এরিয়ায় বিস্তৃত ভেপার চেম্বার লিকুইড কুলিং ইউনিট দেওয়া হয়েছে।ফটো ও ভিডিওগ্রাফির জন্য Infinix Note 30 Pro স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং একটি এআই (AI) সেন্সর। আবার ডিভাইসের সামনে LED ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলল, এতে JBL পাওয়ার্ড ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, NFC এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এটি ব্ল্যাক এবং ভ্যারিয়েবল গোল্ড কালারে কেনা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন