Infinix নিয়ে এল লিমিটেড এডিশন স্মার্টফোন, কিনলে পাবেন আকর্ষণীয় গিফট বক্স
ইনফিনিক্স নিউ ইয়র্কে অবস্থিত টেসলা সাইন্স সেন্টার (Tesla Science Center)-এর সঙ্গে জোট বেঁধে Infinix Note 30 Pro এর একটি...ইনফিনিক্স নিউ ইয়র্কে অবস্থিত টেসলা সাইন্স সেন্টার (Tesla Science Center)-এর সঙ্গে জোট বেঁধে Infinix Note 30 Pro এর একটি লিমিটেড এডিশন মডেল লঞ্চ করেছে। ইনফিনিক্স এই জোটের অংশ হিসেবে টেসলা সাইন্স সেন্টারের উন্নয়নে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। পৃথিবী বিখ্যাত আবিষ্কারক নিকোলা টেসলার পথ অনুসরণ করার জন্য তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ইনফিনিক্স এবং টেসলা সাইন্স সেন্টার একাধিক ক্যাম্পাস ইভেন্ট ও আলোচনাসভারও আয়োজন করবে।
এই প্রসঙ্গে ইনফিনিক্সের চিফ মার্কেটিং অফিসার লেক হু বলেছেন যে, নিকোলা টেসলার উত্তরাধিকার এবং তার যুগান্তকারী কাজের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তারা সম্মানিত এবং এই জোটের মাধ্যমে উদ্ভাবনের সীমানা এগিয়ে নিয়ে যেতে পেরে খুব উৎসাহিত। ইনফিনিক্স আশা করে তাদের এই পদক্ষেপ তরুণ প্রজন্মকে নির্ভয়ে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি অনুরাগী হয়ে উঠতে অনুপ্রাণিত করবে।
Infinix Note 30 Pro Limited Edition এর বিশেষত্ব
ইনফিনিক্স নোট ৩০ প্রো লিমিটেড এডিশন টেসলা-থিমযুক্ত একটি আকর্ষণীয় গিফট বক্সের সাথে এসেছে। এর মধ্যে হ্যান্ডসেটের একটি কালার চেঞ্জিং গোল্ড ভ্যারিয়েন্ট, একটি ৬৮ ওয়াটের চার্জার, একটি ১৫ ওয়াট কিউআই-ওয়্যারলেস চার্জার, টেসলা ব্র্যান্ডিং সহ একটি সিলিকন কেস এবং কয়েকটি প্যাম্ফলেট রয়েছে। স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ইনফিনিক্স নোট ৩০ প্রো-এর বিশেষ সংস্করণটি স্ট্যান্ডার্ড মডেলের মতোই। দাম অবশ্য ঘোষণা হয়নি।
Infinix Note 30 Pro-এর স্পেসিফিকেশন
ইনফিনিক্স নোট ৩০ প্রো-তে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে যা ১,০৮০ x ২,৪৬০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ২০.৫:৯ অনুপাত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত, যা ৪জি কানেক্টিভিটি সাপোর্ট করে। ফোনটিতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যায়। নোট ৩০ প্রো অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, Infinix Note 30 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, একটি এআই লেন্স এবং একটি কোয়াড-এলইডি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Note 30 Pro ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।