ইনফিনিক্স (Infinix) গত মাসে তাদের জনপ্রিয় Note 30 সিরিজটি উন্মোচন করেছে। আর এখন, এই লাইনআপের একটি ডিভাইস ভারতে আসার বিষয়ে নিশ্চিত করেছে সংস্থা। Infinix Note 30 5G চলতি মাসের মাঝামাঝি এদেশের বাজারে লঞ্চ হতে চলেছে৷ আর এখন লঞ্চের আগে, ব্র্যান্ডটি ফোনটির বিশেষ বৈশিষ্ট্যগুলিকে টিজ করা শুরু করেছে। প্রোমোশনাল টিজার থেকে কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
Infinix Note 30 5G চলতি মাসের শেষের দিকে লঞ্চ হতে চলেছে
ইনফিনিক্স নোট ৩০ ৫জি জেবিএল (JBL) পরিচালিত স্টেরিও স্পিকার সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে। গান শোনা বা ভিডিও দেখার সময় একটি উপভোগ্য অভিজ্ঞতার জন্য এটি দারুণ ভলিউম, গভীর বেস সাউন্ড এবং জেবিএল-এর সিগনেচার সাউন্ড সহ উন্নত অডিও সরবরাহ করবে। ইনফিনিক্সের সাথে জোট বাঁধার বিষয়ে জেবিএল-এর ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার বলেছেন যে, জেবিএল ব্র্যান্ডের প্রধান উদ্দ্যেশ্য হল সর্বোত্তম সাউন্ড এক্সপেরিয়েন্স প্রদান করা, এবং তাই তারা জেবিএল দ্বারা সাউন্ডের মাধ্যমে উচ্চতর অডিও প্রদানের জন্য ইনফিনিক্স টিমের সাথে হাত মেলাতে পেরে অত্যন্ত খুশি। “
এর পাশাপাশি, ভারতে Infinix Note 30 5G-কে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সহ টিজ করা হয়েছে। এটিতে সিনেম্যাটিক ফ্লেয়ার সহ একটি ফিল্ম মোড এবং ন্যূনতম নয়েজ সহ পরিষ্কার শট অফার করতে লো লাইট চিত্রগুলির জন্য পার নাইট মোড থাকবে৷ স্মার্টফোনটি একটি ডুয়েল-ভিউ ফিচার সহ আসবে যার সাহায্যে ব্যবহারকারীরা একই সাথে ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরার মাধ্যমে রেকর্ড করতে পারবেন।
জানিয়ে রাখি, Infinix Note 30 5G-তে ৬.৭৮ ইঞ্চির এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটির রিয়ার প্যানেলে অবস্থিত বর্গাকার ক্যামেরা মডিউলের ভিতরে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পাশাপাশি ১৬ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর অবস্থান করছে।
ফোনটি ৮ জিবি পর্যন্ত র্যাম সহ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 30 5G শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।