লঞ্চের আগেই জরুরী তথ্য ফাঁস, Infinix Note 30i ফোনে থাকবে 5000mah ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং

ইনফিনিক্স (Infinix) বর্তমানে তাদের নতুন Note 30 সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। যা গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া Infinix Note 12…

ইনফিনিক্স (Infinix) বর্তমানে তাদের নতুন Note 30 সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। যা গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া Infinix Note 12 (2023)-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। এই সিরিজে Note 30 এবং Note 30 VIP-এর মতো মডেল থাকবে বলে জানা গিয়েছে। আবার এখন নতুন সূত্রের দাবি, আসন্ন Note 30 সিরিজে আরেকটি মডেলও থাকবে, যার নাম Infinix Note 30i। তৃতীয় ফোনটি স্ট্যান্ডার্ড Note 30 এর এক ভ্যারিয়েন্টের সাথে গুগল প্লে (Google Play) সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে।

Infinix Note 30i উপস্থিত হল Google Play সাপোর্টেড ডিভাইসের তালিকায়

ইনফিনিক্স নোট ৩০ ভিআইপি এবং নোট ৩০-এর স্বতন্ত্র মডেল নম্বর হল X6710 এবং X6833B। আর এখন গুগল প্লে সমর্থিত ডিভাইসের তালিকায় দেখতে পাওয়া ইনফিনিক্স নোট ৩০আই X6716 মডেল নম্বরটি বহন করে। উল্লেখযোগ্যভাবে, গুগল প্লে সমর্থিত ডিভাইসের তালিকায় নোট ৩০-এর জন্য আরেকটি তালিকা রয়েছে। দেখা গেছে, নোট ৩০-এর এই সংস্করণটির মডেল নম্বর X6716B।

এদিকে, ইনফিনিক্সের ওয়েবসাইটে উপস্থিত ইউ ডিক্লারেশন অফ কনফর্মিটি পেজ থেকে জানা গেছে যে, X6716 এবং X6716B মডেলগুলি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। এটি আরও প্রকাশ করে যে, উভয় ডিভাইসই ৩৩ ওয়াট চার্জিং চার্জিং সাপোর্ট করবে। এগুলি ছাড়া, এই মডেলগুলি সম্পর্কে আর অন্য কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে রিপোর্ট বলছে, Infinix Note 30 (X6833B) ফুলএইচডি+ ডিসপ্লে সহ আসবে, যা ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। ডিভাইসটি হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত হবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, একটি ১৬ পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকবে। Infinix Note 30 (X6833B)-এর গুগল প্লে কনসোল তালিকাটি প্রকাশ করেছে যে, এটি ৮ জিবি র‍্যামের সাথে আসবে।

অন্যদিকে, Infinix Note 30 VIP মডেলটি ব্লুটুথ ৫.৩, অ্যান্ড্রয়েড ১৩ ওএস, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ ওয়াট চার্জিং-এর মতো স্পেসিফিকেশন সহ আসবে বলে আশা করা হচ্ছে। ফোনটির অন্যান্য বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে, Infinix Note 30 সিরিজের আগমন সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, মনে করা হচ্ছে যে, Note 30 মডেলগুলির মধ্যে অন্তত একটি মডেল চলতি মাসেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন