108MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Infinix Note 40 5G, কল-মেসেজ এলেই জ্বলবে LED লাইট
Infinix Note 40 5G স্মার্টফোনটি আজ বাজারে পা রেখেছে। Infinix Note 40 সিরিজে ইতিমধ্যেই Infinix Note 40 Pro, Infinix Note...Infinix Note 40 5G স্মার্টফোনটি আজ বাজারে পা রেখেছে। Infinix Note 40 সিরিজে ইতিমধ্যেই Infinix Note 40 Pro, Infinix Note 40 Pro+ 5G, Infinix Note 40 4G এবং Infinix Note 40 Pro 4G মডেলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি বিশ্বের একাধিক বাজারে পাওয়া যায়। আর এখন, ব্র্যান্ডটি লাইনআপে Infinix Note 40 5G মডেলটি যুক্ত করেছে। ভিন্ন প্রসেসর এবং মূল্য ছাড়া, এটি 4G ভ্যারিয়েন্টের মতোই স্পেসিফিকেশন অফার করে। Infinix Note 40 5G ফোনে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity 7020 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন এই ইনফিনিক্স ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Infinix Note 40 5G: স্পেসিফিকেশন এবং ফিচার
ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল এবং একটি ফ্ল্যাট ফ্রেম রয়েছে। হ্যান্ডসেটটির সামনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বিদ্যমান।
ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স নোট ৪০ ৫জি হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত। পিছনে 'অ্যাকটিভ হ্যালো' এলইডি লাইট রয়েছে যা ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং ইন্ডিকেটর সহ একাধিক অবস্থার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার উপস্থিত রয়েছে।
উন্নত পারফরম্যান্সের জন্য, Infinix Note 40 5G ফোনে MediaTek Dimensity 7020 প্রসেসরটি রয়েছে। এটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৩৩ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে। এটি ম্যাগকিট (MagKit)-এর সাথেও কম্প্যাটিবল।
Infinix Note 40 5G: মূল্য এবং লভ্যতা
ফিলিপাইনের বাজারে Infinix Note 40 5G ব্ল্যাক, গোল্ডেন এবং গ্রীন কালারে পাওয়া যাবে। এটির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ পেসো (প্রায় ২০,১০০ টাকা)। তবে যারা ২৩ থেকে ২৫ মে-এর মধ্যে ডিভাইসটি কিনছেন, তারা একটি আর্লি বার্ড অফারের অংশ হিসাবে ৯,৯৯৯ পেসো (প্রায় ১৪,৩৪০ টাকা) মূল্যে এটি কিনতে পারবেন। এই ফোনটি ভারতের বাজারে কবে পা রাখবে, তা এখনও জানা যায়নি।