সস্তায় দুর্দান্ত স্পেসিফিকেশন, Infinix Note 40 Pro পৌঁছে গেল লঞ্চের আরও কাছে
বিগত কিছু সপ্তাহ ধরেই ইনফিনিক্স (Infinix)-এর নতুন Note 40 স্মার্টফোন সিরিজ নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। যা Infinix Note 40...বিগত কিছু সপ্তাহ ধরেই ইনফিনিক্স (Infinix)-এর নতুন Note 40 স্মার্টফোন সিরিজ নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। যা Infinix Note 40 এবং Infinix Note 40 Pro নামে দুই মডেলের সমন্বয়ে গঠিত। Infinix Note সিরিজের আসন্ন ফোনগুলি গুগল প্লে কনসোল, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ,এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর ছাড়পত্র লাভ করেছে বলে জানা গেছে। স্ট্যান্ডার্ড Infinix Note 40-কে সম্প্রতি এফসিসি সাইটে দেখা গেছে। এবার Infinix Note 40 Pro মডেলটিও মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে, স্পেসিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।
Infinix Note 40 Pro পেল FCC-এর অনুমোদন
X6850 মডেল নম্বর সহ ইনফিনিক্স নোট ৪০ প্রো ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুসারে, হ্যান্ডসেটটি ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টে আসবে। তবে ফোনটি আরও স্টোরেজ সংস্করণও লঞ্চ হতে পারে। এই ৪জি ফোন ভিনটেজ গ্রীন কালার অপশনে পাওয়া যাবে এবং ৭০ ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অফার করতে পারে। ডিভাইসটিতে ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলেও শোনা যাচ্ছে।
ইনফিনিক্স নোট ৪০ সিরিজের নতুন স্মার্টফোনগুলির লঞ্চ আসন্ন, কারণ এগুলি সম্প্রতি গুগল প্লে কনসোলে দেখা গেছে। দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে এবং মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে। স্ট্যান্ডার্ড ইনফিনিক্স নোট ৪০ ফোনটি ৮ জিবি র্যামের সাথে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে, যেখানে Infinix Note 40 Pro-তে ১২ জিবি র্যাম থাকবে৷ এই 4G স্মার্টফোনগুলি ইউজারদের সাশ্রয়ী মূল্যে উৎকৃষ্ট স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা যায়।
এছাড়াও জানা গেছে যে, Infinix Note 40-এর ডিসপ্লেটি ২,৪৩৬ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে। গুগল প্লে কনসোল প্রকাশ করেছে যে, এই ফোনের ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। তবে Infinix Note 40 মডেলটি শুধুমাত্র ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, ইনফিনিক্স সম্প্রতি বাজেট স্মার্টফোন বিভাগে Infinix Hot 40i, Hot 40 ও Hot 40 Pro ফোনগুলি লঞ্চ করেছে এবং ভারতে ১৬ ইঞ্চির ডিসপ্লে সহ Infinix INBook Y4 Max ল্যাপটপটিও উন্মোচন করেছে।