বড় ব্র্যান্ডদের টেক্কা দিয়ে দেশের প্রথম AI Active হ্যালো লাইটিং ফোন আনছে Infinix
বিগত কয়েক মাস ধরেই ইনফিনিক্স (Infinix)-এর আসন্ন Note 40 সিরিজের স্মার্টফোন নিয়ে জল্পনা চলছে। আগামী ১৮ মার্চ...বিগত কয়েক মাস ধরেই ইনফিনিক্স (Infinix)-এর আসন্ন Note 40 সিরিজের স্মার্টফোন নিয়ে জল্পনা চলছে। আগামী ১৮ মার্চ কুয়ালালামপুরে আয়োজিত একটি লঞ্চ ইভেন্টে এই সিরিজটির ওপর থেকে পর্দা সরাবে ইনফিনিক্স। Infinix Note 40, Note 40 Pro, Note 40 Pro 5G এবং Note 40 Pro Plus 5G - এই মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। লঞ্চের আগে এখন, ব্র্যান্ডটি অ্যাক্টিভ হেলো (Active Halo) নামে একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য টিজ করেছে, যা Note 40 সিরিজের স্মার্টফোনগুলিতে মিলবে। এই ফিচারটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-চালিত লাইট এফেক্টের সাথে ভয়েস কমান্ড ইন্টিগ্রেট করে, যা ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য একটি আকর্ষণীয় উপায় প্রদান করবে৷
Infinix Note 40 সিরিজে মিলবে Active Halo
অ্যাক্টিভ হেলো ফিচারকে ইনফিনিক্স নোট ৪০ লাইনআপের ফোনে ইনকামিং কল, নোটিফিকেশন, মিউজিক প্লেব্যাক, চার্জিং, গেমিং, এমনকি "হাই ফোলাক্স" (Hi Folax) ভয়েস অ্যাসিস্ট্যান্টের ব্যবহার করার সময় অ্যাক্টিভ করা যাবে। সুতরাং নোটিফিকেশন এবং চার্জিং ইন্ডিকেটর লাইট হওয়ার পাশাপাশি, এটি ডিভাইসের অন্যান্য ইন্টারঅ্যাকশনকে আরও মজাদার এবং আকর্ষক করে তুলবে। এটিতে তিনটি কাস্টমাইজেবল লাইট এফেক্ট রয়েছে - লাইভলি, রিদমিক এবং এআই, যা ইউজারদের ইচ্ছা অনুযায়ী প্রতিটি পৃথক ইন্টারঅ্যাকশনের জন্য সেট করা যেতে পারে।
এছাড়াও, ইনফিনিক্স নোট ৪০ সিরিজের হ্যান্ডসেটগুলিতে চিতা এক্স১ (Cheetah X1) নামে একটি ইন-হাউস চিপ যুক্ত করা হবে যা এই সিরিজে ফার্স্টচার্জ ২.০ (FastCharge 2.0) প্রযুক্তির জন্য পাওয়ার ম্যানেজমেন্টে সহায়তা করবে বলে জানা গেছে। এই প্রযুক্তির সাহায্যে, আসন্ন ইনফিনিক্স নোট ৪০ লাইনআপ তিন সংখ্যার ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
যদিও, Infinix Note 40 লাইনআপের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি, তবে স্ট্যান্ডার্ড Note 40-তে MediaTek Helio G91 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, Infinix Note 40 Pro 5G ফোনটি MediaTek Dimensity 7020 চিপসেট, ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে সাথে আসতে পারে।