ডিজাইন মুগ্ধ করবে, বাজারে আসার আগেই ফাঁস হল Infinix Note 40 Pro 5G-এর ছবি

সম্প্রতি Infinix Note 40 সিরিজের স্মার্টফোনগুলি নিয়ে জোর জল্পনা চলছে। লাইনআপটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজে অন্তর্ভুক্ত Note 40…

সম্প্রতি Infinix Note 40 সিরিজের স্মার্টফোনগুলি নিয়ে জোর জল্পনা চলছে। লাইনআপটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজে অন্তর্ভুক্ত Note 40 Pro 5G মডেলটি ক’দিন আগেই গুগল প্লে (Google Play)-সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে। আর এখন, গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে ফোনটির ফ্রন্ট প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। পাশপাশি, ডিভাইসটি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও দেখা গেছে। প্রতিটি লিস্টিং Infinix Note 40 Pro 5G-এর হার্ডওয়্যার সম্পর্কিত একাধিক তথ্য সামনে এনেছে।

Infinix Note 40 Pro 5G-কে দেখা গেল Google Play Console এবং Geekbench-এর প্ল্যাটফর্মে

ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনটি গুগল প্লে কনসোল এবং গিকবেঞ্চ উভয় ওয়েবসাইটেই X6851 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে গুগল প্লে কনসোলের লিস্টিংয়ে ফোনটির একটি রেন্ডারও দেখা গেছে, যা ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউট সহ কার্ভড ডিসপ্লে প্রদর্শন করেছে। ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি-এর স্ক্রিনটি ১,০৮০ x ২,৪৩৬ পিক্সেলের রেজোলিউশন এবং ৪৮০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে।

এছাড়াও গুগল প্লে কনসোলের ডেটাবেস অনুযায়ী, ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি-তে মিডিয়াটেক (MediaTek)-এর MT6855V প্রসেসর ব্যবহার করা হবে, যার মধ্যে ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি এ৭৮ কোর এবং ২ গিগাহার্টজ গতির ছয়টি এ৫৫ কোর রয়েছে। এটি নির্দেশ করে যে, চিপসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ হতে পারে। এছাড়াও জানা গেছে যে, ইনফিনিক্স ফোনটি ৮ জিবি র‍্যাম সহ আসবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

অন্যদিকে, গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটের লিস্টিংটিও গুগল প্লে কনসোলের মতো একই প্রসেসর এবং র‍্যামের বিবরণ প্রকাশ করেছে। পারফরম্যান্সের ক্ষেত্রে, Infinix Note 40 Pro 5G বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৯২৮ এবং ২,২৫৩ পয়েন্ট স্কোর করেছে। প্রসঙ্গত, Infinix Note 40 Pro 5G ইতিমধ্যেই X6851 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটের অনুমোদনও লাভ করেছে, যা এদেশে ফোনটির আগমন নিশ্চিত করে।