Infinix Note সিরিজের নয়া ফোন টেক্কা দেবে অন্য ব্র্যান্ডদের, কী চমক থাকবে দেখে রাখুন
ইনফিনিক্স (Infinix) তাদের Note 40 সিরিজের অধীনে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। যা খবর, সংস্থা...ইনফিনিক্স (Infinix) তাদের Note 40 সিরিজের অধীনে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। যা খবর, সংস্থা চারটি মডেল আনতে পারে, স্ট্যান্ডার্ড Infinix Note 40, Note 40 Pro, Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G। যার মধ্যে টপ-এন্ড ভ্যারিয়েন্ট, Pro+ 5G-এর অন্যতম বিশেষত্ব ম্যাগচার্জ (MagCharge) ওয়্যারলেস চার্জিং। আর এখন ফোনটির সামান্য টোন-ডাউন ভার্সন, Infinix Note 40 Pro 5G গুগল প্লে (Google Play)-সাপোর্টেড ডিভাইসের লিস্টে দেখা গেছে।
Infinix Note 40 Pro 5G হাজির Google Play সাপোর্টেড ডিভাইসের লিস্টে
গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের লিস্টিং অনুযায়ী, ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি X6851 মডেল নম্বর বহন করে। এটি মিডিয়াটেক-এর ডাইমেনসিটি ৭০২০ চিপসেট দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ৮ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে। এই ইনফিনিক্স ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটিতে ১,০৮০ × ২,৪৩৬ পিক্সেলের রেজোলিউশন যুক্ত কার্ভড এজ ডিসপ্লে থাকবে, যার ওপরের কেন্দ্রে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম কী অবস্থান করবে।
জানিয়ে রাখি, ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সম্প্রতি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে একই মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এছাড়া, টিইউভি রাইনল্যান্ড TUV (Rheinland) সার্টিফিকেশন নির্দেশ করে যে, ডিভাইসটি ৪,৯০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ আসবে। ইনফিনিক্স সম্ভবত ৫,০০০ এমএএইচ হিসেবে একে বাজারজাত করবে। এছাড়া, নোট ৪০ প্রো ৫জি-এর অন্যান্য স্পেসিফিকেশন আপাতত অজানাই রয়েছে।
ইনফিনিক্স নিশ্চিত করেছে যে Note 40 সিরিজের স্মার্টফোনগুলি আগামী ১৮ মার্চ কুয়ালালামপুরে আত্মপ্রকাশ করবে। প্রসঙ্গত, Infinix Note 40 Pro-এর 4G ভ্যারিয়েন্টও গুগল প্লে কনসোল ডেটাবেসে X6850 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এটি প্রকাশ করে যে, স্মার্টফোনটিতে MediaTek Helio G99 প্রসেসর থাকবে, যা সর্বোচ্চ ৮ জিবি র্যামের সাথে যুক্ত হবে।
এছাড়াও জানা গেছে যে, Infinix Note 40 Pro কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেস সহ অ্যান্ড্রয়েড ১৪-এ চলবে। ডিভাইসটিতে ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি সহ ফুলএইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। এখন পর্যন্ত, Infinix Note 40 সিরিজের স্মার্টফোন সম্পর্কে সীমিত তথ্যই উপলব্ধ রয়েছে। তবে যেহেতু এর লঞ্চ ইভেন্টটি এগিয়ে আসছে, তাই শীঘ্রই লাইনআপটির সম্পর্কে আরও জানা যাবে বলে আশা করা যায়।