Infinix Note 50 কম দামে দেবে সেরা ফিচার, লঞ্চের আগে FCC থেকে পেল সার্টিফিকেশন
ইনফিনিক্স নোট 50 দৈর্ঘ্যে 163.2 মিমি, প্রস্থে 74.4 মিমি এবং এটি 9 মিমি পুরু হবে। এফসিসি আরও জানিয়েছে, এতে 4G এলটিই কানেক্টিভিটির পাশাপাশি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি সাপোর্ট করবে।
Infinix Note 50 সিরিজ এবার বাজারে আসছে। সম্প্রতি সিরিজের একটি মডেল FCC সার্টিফিকেশন সাইটে ছাড়পত্র পেয়েছে। এই সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির বডি ডিজাইন এবং কানেক্টিভিটি অপশন সম্পর্কে তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই ডিভাইসে 45W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসুন Infinix Note 50 সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।
উল্লেখ্য, ইনফিনিক্স নোট 50 সিরিজ 2024 সালের অক্টোবরে জিএসএমএ ডেটাবেসছ তালিকাভুক্ত হয়েছিল, তবে এখান থেকে ফোনটির স্পেসিফিকেশন বা অন্য কোনো তথ্য জানা যায়নি। তবে এখন এফসিসি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে স্মার্টফোনটির ডিজাইন ও কানেক্টিভিটি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।
গিজমোচায়না তাদের প্রতিবেদনে জানিয়েছে, এফসিসির সাইটে X6858 মডেল নম্বর সহ ইনফিনিক্স নোট 50 ডিভাইসকে দেখা গেছে। লিস্টিংয়ে ফোনটি সবুজ ও গোলাপি রঙে দেখা গেছে। এর পিছনের প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকবে, যা উপরের বাম কোণে অবস্থান করবে।
ছবিতে দেখা গেছে এই ক্যামেরা মডিউলে দুটি সারিতে চারটি লেন্স থাকবে। বাম পাশে দুটি বড় ক্যামেরা লেন্স দেওয়া হবে, একটি অন্যটির নীচে পাওয়া যাবে। আর ডান দিকে ছোট লেন্স এবং এর নীচে এলইডি ফ্ল্যাশ থাকবে।
ইনফিনিক্স নোট 50 দৈর্ঘ্যে 163.2 মিমি, প্রস্থে 74.4 মিমি এবং এটি 9 মিমি পুরু হবে। এফসিসি আরও জানিয়েছে, এতে 4G এলটিই কানেক্টিভিটির পাশাপাশি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি সাপোর্ট করবে। ফোনটি 45W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। তবে ব্যাটারি ক্যাপাসিটি জানা যায়নি।
Infinix Note 50 সিরিজ থেকে আপনি আর কি আশা করতে পারেন?
নোট 50 সিরিজে নোট 50, নোট 50X, নোট 50 প্রো এবং নোট 50 প্রো প্লাস 5G এর মতো বেশ কয়েকটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যার মডেল নম্বরগুলি যথাক্রমে X6858, X6857, X6855 এবং X6856।Note 50 সিরিজ 2025 সালে ইন্দোনেশিয়া এবং অন্যান্য বাজারে লঞ্চ হতে পারে। দামের ক্ষেত্রে, 91মোবাইলস জানিয়েছে যে ইনফিনিক্স নোট 50 এর মূল্য প্রায় 14,785 টাকা রাখা হবে।
ইনফিনিক্স নোট 50 দৈর্ঘ্যে 163.2 মিমি, প্রস্থে 74.4 মিমি এবং এটি 9 মিমি পুরু হবে। এফসিসি আরও জানিয়েছে, এতে 4G এলটিই কানেক্টিভিটির পাশাপাশি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি সাপোর্ট করবে।