Infinix Smart 6: সাড়ে সাত হাজার টাকার কমে ইনফিনিক্স ভারতে লঞ্চ করল দারুণ ফোন, ডুয়েল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি আছে

প্রথমবার স্মার্টফোনে হাতেখড়ি হতে চলেছে, এমন গ্রাহকদের জন্য সস্তায় একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন ভারতে নিয়ে এল...
techgup 27 April 2022 2:14 PM IST

প্রথমবার স্মার্টফোনে হাতেখড়ি হতে চলেছে, এমন গ্রাহকদের জন্য সস্তায় একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন ভারতে নিয়ে এল ইনফিনিক্স। আজ সংস্থার তরফে এ দেশে Infinix Smart 6 লঞ্চের ঘোষণা করা হয়েছে। স্মার্ট সিরিজের এই লেটেস্ট হ্যান্ডসেটে বড় HD+ ডিসপ্লে, MediaTek Helio A22 প্রসেসর, এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Infinix Smart 6-এর অন্যান্য হাইলাইটগুলি এল মাইক্রো-ইউএসবি পোর্ট এবং রিয়ার ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটি ২ জিবি র‍্যামের সাথে এলেও ইন্টারনাল স্টোরেজ থেকে অব্যবহৃত অংশ নিয়ে মোট ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে। স্মার্টফোনটির দাম ও অন্যান্য স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক‌।

Infinix Smart 6 দাম ও লভ্যতা

ইনফিনিক্স স্মার্ট ৬-এর দাম ভারতে ৭,৪৯৯ টাকা রাখা হয়েছে। এটি ২ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজের সিঙ্গেল মেমরি ভ্যারিয়েন্টের দাম। আগামী ৬ মে দুপুর ১২টা থেকে সেল শুরু৷ ডিভাইসটি ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি উপলব্ধ হবে।

Infinix Smart 6 স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স স্মার্ট ৬-এর ওয়াটারড্রপ নচযুক্ত ৬.৮২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে এইচডি+ রেজোলিউশন এবং ৫০০ নিটস ব্রাইটনেস অফার করবে। ফোনটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর দ্বারা পরিচালিত। অতিরিক্ত ২ জিবি এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড ডিভাইসটির ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে দেবে।

ইনফিনিক্স স্মার্ট ৬ ফটোগ্রাফির জন্য রিয়ার প্যানেলে দু'টি ক্যামেরা পেয়েছে - ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি ডেপ্থ ক্যামেরা‌। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এলএইডি ফ্ল্যাশ-সহ নচের ভিতর ৫ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। লো হার্ডওয়্যারের কারণে এটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করবে‌। আবার ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ৭.৬ সংস্করণ প্রি-ইনস্টলড রয়েছে এতে।

Show Full Article
Next Story