Infinix Smart 7: চলে এল সস্তা বাহুবলী ফোন, 7299 টাকায় পাবেন 6000mAh ব্যাটারি ও 7 জিবি র‌্যাম

আজ অর্থাৎ ২২শে ফেব্রুয়ারি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো Infinix Smart 7। এটি একটি এন্ট্রি-লেভেল...
SUMAN 22 Feb 2023 4:01 PM IST

আজ অর্থাৎ ২২শে ফেব্রুয়ারি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো Infinix Smart 7। এটি একটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট হিসাবে এদেশে এসেছে। যদিও ডিজাইনের নিরিখে এটি যথেষ্ট প্রিমিয়াম লুক অফার করে এবং এর ফিচার তালিকা খুবই সমৃদ্ধ। যেমন এই 4G ফোনে - HD+ ডিসপ্লে প্যানেল, ডুয়েল রিয়ার সেটআপ, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিন, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৬,০০০ এমএএইচের বড় ব্যাটারি পাওয়া যাবে। আবার এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে র‍্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করে। সর্বোপরি এর দাম ৭,৩০০ টাকারও কম রাখা হয়েছে। চলুন Infinix Smart 7 স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৭ স্মার্টফোনের দাম ও লভ্যতা (Infinix Smart 7 smartphone price and availability in india)

ভারতের বাজারে ইনফিনিক্স স্মার্ট ৭ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৭,২৯৯ টাকা থেকে। লভ্যতার কথা বললে, এই নতুন এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটকে আগামী ২৭শে ফেব্রুয়ারি থেকে প্রথমবার সেলে কেনা যাবে। এটি - অ্যাজুর ব্লু, এমেরাল্ড গ্রীন এবং নাইট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ৷

ইনফিনিক্স স্মার্ট ৭ স্মার্টফোনের স্পেসিফিকেশন (Infinix Smart 7 smartphone specifications)

ইনফিনিক্স তাদের এই নয়া স্মার্টফোনের দাম কম রাখলেও, এটিকে প্রিমিয়াম ডিজাইনের সাথে আনা হয়েছে। এক্ষেত্রে ডিভাইসটির ব্যাক প্যানেলে 'ইউনিক' ওয়েভ প্যাটার্ন ডিজাইন লক্ষ্যণীয় এবং এটি সিলভার আয়ন স্প্রে কোটিং সহ আসার কারণে ৯৯% অ্যান্টি-ব্যাকটেরিয়াল রেট অফার করে। আর নিরাপত্তার জন্য ডিভাইসটির পেছনে থাকা ক্যামেরা মডিউলের পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

ইনফিনিক্স স্মার্ট ৭ স্মার্টফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক এসসি৯৮৬৩এ (Unisoc SC9863A) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিন দ্বারা চালিত। এই ডিভাইসে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। যদিও সংস্থার দাবি অনুসারে, ফোনে ৩ জিবি পর্যন্ত র‍্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এই ইনফিনিক্স হ্যান্ডসেটে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। আর ডিভাইসের সামনে দেখা যাবে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার।

কানেক্টিভিটির জন্য এতে - ডুয়াল 4G VoLTE, ব্লুটুথ ৪.২, ডুয়াল সিম স্লট, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Infinix Smart 7 স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থা দ্বারা শেয়ার করা অফিসিয়াল নোট অনুসারে, অধিকাংশ বিদ্যমান বাজেট ফোনের তুলনায় এটির ব্যাটারি প্রায় ২০% বড়।

Show Full Article
Next Story