ফার্স্ট সেলেই ছাড়! 16GB র‍্যাম ও 50MP ক্যামেরার এই Infinix ফোন মিলছে 8000 টাকার কমে

মাত্র এক মাস হল নতুন বছর শুরু হয়েছে, অথচ এই কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে এসেছে অনেকগুলি নতুন স্মার্টফোন। যেমন...
Anwesha Nandi 8 Feb 2024 12:11 PM IST

মাত্র এক মাস হল নতুন বছর শুরু হয়েছে, অথচ এই কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে এসেছে অনেকগুলি নতুন স্মার্টফোন। যেমন অল্প কিছুদিন আগে চীনা টেক কোম্পানি Infinix লঞ্চ তার Infinix Smart 8 ফোনের একটি নতুন স্টোরেজ (৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমরি) ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল – এই হ্যান্ডসেটটি নিয়ে ইতিমধ্যে খানিক চর্চাও হয়েছে। সেক্ষেত্রে আজ এই ফোনটির ফার্স্ট সেল, দুপুর ১২টা থেকে Flipkart-এ এর বিক্রি শুরু হবে। আর আইফোনের মতো ডিজাইন ও ম্যাজিক রিং নামক ডায়নামিক আইল্যান্ড ফিচার বিশিষ্ট এই স্মার্টফোনটি এখন প্রথম বিক্রয়ের সময় কিনলে স্পেশাল প্রাইস মানে কিছু বিশেষ অফারের সুবিধা মিলবে। বলে রাখি, Infinix Smart 8-এ উন্নতমানের ডিসপ্লে, 50MP AI ক্যামেরা এবং ভার্চুয়াল র‍্যামের বিকল্পও দেওয়া হয়েছে। চলুন, আর বেশি কথা না বলে একনজরে Infinix Smart 8 ফোনের লঞ্চ অফার এবং স্পেসিফিকেশনসমূহ দেখে নেওয়া যাক…

আজ প্রথম সেল, বিশেষ দামে কেনা যাবে Infinix Smart 8

ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের নতুন ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে ৮,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে, তবে কোম্পানির তরফে জানানো হয়েছে যে হ্যান্ডসেটটি ফার্স্ট সেলেই ৭,৯৯৯ টাকার স্পেশাল প্রাইসে কেনা যাবে। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ছাড় পাবেন।

Infinix Smart 8-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট ৮ বাজেট ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, যার সাথে মোট ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ইনস্টল+৮ জিবি ভার্চুয়াল) এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যেতে পারে। অন্যদিকে ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য টাইপ-সি চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

এছাড়া ফটোগ্রাফির জন্য এই ইনফিনিক্স ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম, যেখানে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ডিভাইসটি একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। আবার সফ্টওয়্যার ফ্রন্টে এটি চলবে অ্যান্ড্রয়েড ১৩ গো ওএসের সাহায্যে।

Show Full Article
Next Story