আইফোনের মতো জবরদস্ত ফিচার 5,699 টাকায়! কিনে ফেলুন Infinix Smart 8 HD

বেশ কিছুদিন ধরে টিজার প্রকাশের পর, ইনফিনিক্স আজ অবশেষে Infinix Smart 8 HD স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই...
Ananya Sarkar 8 Dec 2023 5:37 PM IST

বেশ কিছুদিন ধরে টিজার প্রকাশের পর, ইনফিনিক্স আজ অবশেষে Infinix Smart 8 HD স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসটি প্রতিযোগিতামূলক স্পেসিফিকেশন সহ ভারতের বাজারে এসেছে। এতে এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, ৩ জিবি র‍্যাম, UniSOC T606 প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং একটি সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Infinix Smart 8 HD চারটি আকর্ষণীয় রঙে বাজারে পা রেখেছে। আসুন তাহলে নবাগত ইনফিনিক্স ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Infinix Smart 8 HD-এর মূল্য ও লভ্যতা

এদেশের বাজারে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি-এর একমাত্র ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,২৯৯ টাকা। লঞ্চ অফার হিসাবে, অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)-এর কার্ডে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যা এর দাম ৫,৬৯৯ টাকায় নামিয়ে এনেছে। ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি চারটি ভিন্ন কালার অপশনে পাওয়া যায় - ক্রিস্টাল গ্রিন, শাইনি গোল্ড, টিম্বার ব্ল্যাক এবং গ্যালাক্সি হোয়াইট। আগামী ১৩ ডিসেম্বর ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি-এর বিক্রি শুরু হবে।

Infinix Smart 8 HD-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি-তে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ টাচ স্যাম্পলিং রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত, যা মালি জি৫৭ জিপিইউ-এর সাথে যুক্ত। এটি ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। তবে, ইউজাররা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ ২ টিবি পর্যন্ত প্রসারিত করতে পারবেন। ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি-এর রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা মডিউল অবস্থান করছে। আর সেলফির জন্য, ফোনের সামনে পাঞ্চ হোলের ভিতরে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এম্বেড করা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, স্মার্ট ৮ এইচডি-তে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ একটি ফিচার রয়েছে, যাকে কোম্পানি ম্যাজিক রিং নামে অভিহিত করেছে। সেলফি ক্যামেরারকে ঘিরে থাকা পিল আকৃতির অংশটিতে ব্যাটারি স্ট্যাটাস, চার্জিং অ্যালার্ট সহ বিভিন্ন নোটিফিকেশন ভেসে ওঠে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Smart 8 HD-তে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর নিরাপত্তার জন্য, ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। কানেক্টিভিটির ক্ষেত্রে, স্মার্টফোনটিতে ৪জি এলটিই, ব্লুটুথ ৫.০, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই এবং জিপিএস-এর সাপোর্ট রয়েছে। এছাড়া, Infinix Smart 8 HD-এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, ডিটিএস প্রসেসিং, পাওয়ার ম্যারাথন টেক, ফটো কম্প্রেসার, ৩৬০ ফ্ল্যাশলাইট, আই কেয়ার, এআই গ্যালারি, মেম-ফিউশন, জেসচারস এবং ডিটিএস সাউন্ড।

Show Full Article
Next Story