7,499 টাকায় আইফোনের ফিচার! বাজার কাঁপাতে জলের দরে হাজির Infinix Smart 8

নির্ধারিত সময়সূচি মতোই ইনফিনিক্স আজ (১৩ জানুয়ারি) ভারতের বাজারে Infinix Smart 8 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই নতুন...
techgup 13 Jan 2024 11:38 PM IST

নির্ধারিত সময়সূচি মতোই ইনফিনিক্স আজ (১৩ জানুয়ারি) ভারতের বাজারে Infinix Smart 8 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই নতুন হ্যান্ডসেটটি বিদ্যমান Infinix Smart 8 HD-এর মতোই, কিন্তু এতে আলাদা চিপসেট এবং ভিন্ন ক্যামেরা সেটআপ রয়েছে৷ Infinix Smart 8 এইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Helio G36 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন এই নবাগত ইনফিনিক্স ফোনটির সকল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix Smart 8-এর মূল্য এবং লভ্যতা

ভারতের বাজারে Infinix Smart 8-এর ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম মাত্র ৭,৪৯৯ টাকা। এটি চারটি কালার অপশনে এসেছে - গ্যালাক্সি হোয়াইট, রেইনবো ব্লু, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক। ফোনটি আগামী ১৫ জানুয়ারি, দুপুর ১২ টা থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যাবে।

Infinix Smart 8-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সাথে এসেছে। এতে পাঞ্চ-হোল ক্যামেরা রয়েছে, যেটিকে ইনফিনিক্স ম্যাজিক রিং বলা হয়। এই ফিচারটি একটি পিল-আকৃতির কাটআউটে প্রসারিত হয় এবং অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো চার্জিং ও স্ট্যাটাস আপডেট প্রদর্শন করে। নিরাপত্তার জন্য, ফোনটির পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Infinix Smart 8-এর রিয়ার প্যানেলে গ্রেডিয়েন্ট ডিজাইন এবং বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে। ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি সেকেন্ডারি লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে৷ সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও বিদ্যমান।

পারফরম্যান্সের জন্য, Infinix Smart 8-এ MediaTek Helio G36 প্রসেসরটি ব্যাবহার করা হয়েছে, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। এছাড়া, একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২ টিবি পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Smart 8 স্ট্যান্ডার্ড ১০ ওয়াট টাইপ-সি চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ইনফিনিক্স ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম স্কিনে রান করে।

Show Full Article
Next Story